Arrest

কাঁটাতার পার করিয়ে বাংলদেশি ও রোহিঙ্গাদের ভারতে ঢুকতে সাহায্য! ধৃত পড়শি দেশের নাগরিক

শনিবার সন্ধ্যায় মথুরার কোতোয়ালি থানার পুলিশ নাইবস্তি থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মহম্মদ কামরুল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৯
Share:

প্রতীকী ছবি।

পাসপোর্ট, ভিসা কিছুই লাগত না। শুধু দিতে হত হাজার চল্লিশেক টাকা! তার বিনিময়েই নিজের দেশের নাগরিক এবং রোহিঙ্গাদের ভারতে ঢোকানোর ব্যবস্থা করে দিতেন তিনি। গোপন সূত্র মারফত এই কারবারের খবর পেয়ে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল উত্তরপ্রদেশের পুলিশ।

Advertisement

শনিবার সন্ধ্যায় মথুরার কোতোয়ালি থানার পুলিশ নাইবস্তি থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মহম্মদ কামরুল। তিনি বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা। পুলিশ সুপার শৈলেশকুমার পাণ্ডে জানান, কামরুলের আগরা থেকে মথুরায় আসার খবর মিলেছে সেনাবাহিনীর সূত্র মারফত। তার পরেই ফাঁদ পেতে তাঁকে ধরা হয়। পুলিশ সুপার বলেন, ‘‘সীমান্ত পারের পর দেশের বিভিন্ন শহরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতেন কামরুল। তার বিনিময়ে বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গাদের থেকে ৪০ হাজার টাকা করেও নিতেন।’’

শুধু তা-ই নয়, পুলিশ সূত্রে দাবি, ‘অনুপ্রবেশকারী’দের ভারতে ঢুকতে সাহায্য করার পর তাঁদের ভুয়ো আধার এবং ভোটার কার্ডও বানিয়ে দিতেন কামরুল। শৈলেশ জানান, ধৃতের থেকে একটি মোবাইল ফোন, একটি বাংলাদেশ ও একটি ভারতের সিমকার্ড মিলেছে।

Advertisement

মথুরা পুলিশের এক আধিকারিক জানান, গত চার বছরে ১৩৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement