রাজনৈতিক আশ্রয়ের জন্য ভারত সরকারের কাছে শীঘ্রই আবেদন জানাতে চলেছেন বালুচ নেতা ব্রাহামদাঘ বুগতি। এই মুহূর্তে সুইৎজারল্যান্ডে রয়েছেন তিনি। সোমবার জেনেভায় সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান বুগতি। তিনি আরও জানান, পাক সেনাপ্রধানের বিরুদ্ধে আম্তর্জাতিক ফৌজদারি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁর বালুচ রিপাবলিকান পার্টি। চিনের বিরুদ্ধেও তাঁর দল আন্তর্জাতিক আদালতে মামলা করতে চলেছে। এর জন্য ভারত, আফগানিস্তান এবং বাংলাদেশের কাছে সাহায্য চাওয়া হবে বলেও জানিয়েছেন বুগতি।