স্কুলে বজরং দলের অস্ত্র প্রশিক্ষণ শিবির

সেভেন স্কোয়্যার অ্যাকাডেমি স্কুলটির মালিক বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতা। অভিযোগ, ওই শিক্ষা প্রতিষ্ঠানে গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত রাইফেল চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৯ ০৩:১২
Share:

মুম্বইয়ের শহরতলির একটি স্কুলে অস্ত্র প্রশিক্ষণ শিবির চালানোর অভিযোগ উঠল হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের বিরুদ্ধে। এই ঘটনায় নভঘর থানায় অভিযোগ দায়ের করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যাবতীয় অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বজরং দল।

Advertisement

সেভেন স্কোয়্যার অ্যাকাডেমি স্কুলটির মালিক বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতা। অভিযোগ, ওই শিক্ষা প্রতিষ্ঠানে গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত রাইফেল চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওই প্রশিক্ষণে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বজরং দলের এক কর্মী প্রশান্ত গুপ্ত। ঘটনা প্রকাশ্যে আসার পর ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। নভঘর থানায় অভিযোগ দায়ের করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। তাদের অভিযোগ, থানা প্রথমে অভিযোগ নিতে চায়নি। পরে স্থানীয় বাসিন্দাদের চাপে অভিযোগ নিয়েছে পুলিশ। এই সমস্ত গোলমালের পরেই অবশ্য সোশ্যাল মিডিয়া থেকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ছবিগুলি সরিয়ে দেন প্রশান্ত।

ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সাদিক বাদশা বলেন, ‘‘অস্ত্র প্রশিক্ষণ শিবির চালিয়ে দেশে কোন ধরনের বিপদ ডেকে আনতে চাইছে তারা! এটা যুবকদের মগজ ধোলাইয়ের চেষ্টা। এই ভাবে তারা একটি বিশেষ সম্প্রদায়ের মনে আতঙ্ক তৈরি
করতে চাইছে।’’

Advertisement

তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বজরং দলের নেতা সন্দীপ ভগত বলেন, ‘‘ওই ক্যাম্পে দৌড়, লং জাম্প, যোগ
ব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রাইফেল প্রশিক্ষণের অভিযোগ ভিত্তিহীন। এ সব হিন্দু সংগঠনকে বদনাম করার ষড়যন্ত্র।’’ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, ছুটি থাকার কারণে শিবির চালানোর জন্য স্কুলবাড়ি ভাড়া দেওয়া হয়েছিল।

অস্ত্র প্রশিক্ষণের অভিযোগ সম্পর্কে পুলিশ অফিসার অতুল কুলকার্নি বলেন, ‘‘যাঁরা প্রশিক্ষণ শিবির চালিছেন তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানতে চাওয়া হয়েছে, প্রশিক্ষণ শিবির পরিচালনার অনুমতি, অস্ত্র লাইসেন্স রয়েছে কি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement