Garba Dance

গরবা অনুষ্ঠান দেখতে যাওয়ার জের, গুজরাতে মুসলিম ব্যক্তিকে বেধড়ক মার বজরং দলের

নবরাত্রি চলাকালীন আমদাবাদ জুড়ে গরবা অনুষ্ঠানগুলিতে নজরদারি চালাচ্ছেন বজরং দলের কর্মীরা। বুধবার সিন্ধু ভবন এলাকায় যান তাঁরা। অনুষ্ঠানে চার মুসলিম ব্যক্তিকে ঢুকতে দেখে তাঁদের আটকানোর চেষ্টা করেন।

Advertisement

সংবাদ সংস্থা

আমদাবাদ শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ ২৩:২৭
Share:

গরবা নাচ। ছবি পিটিআই।

গরবা অনুষ্ঠান দেখতে গিয়ে বজরং দলের কর্মীদের হাতে বেধড়ক মার খেতে হল এক মুসলিম ব্যক্তিকে। ঘটনাটি গুজরাতের আমদাবাদের সিন্ধু ভবন এলাকার।

Advertisement

নবরাত্রি চলাকালীন আমদাবাদ জুড়ে গরবা অনুষ্ঠানগুলিতে নজরদারি চালাচ্ছেন বজরং দলের কর্মীরা। বুধবার সিন্ধু ভবন এলাকায় যান তাঁরা। অনুষ্ঠানে চার মুসলিম ব্যক্তিকে ঢুকতে দেখে তাঁদের আটকানোর চেষ্টা করেন। তিন জন কোনও মতে পালিয়ে গেলেও একজন ধরা পড়ে যান। বজরং দলের কর্মীরা তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

তাঁদের যুক্তি, এই ধরনের অনুষ্ঠানে মুসলিমরা আসে না। আসলে ওই ব্যক্তিরা মহিলাদের উত্ত্যক্ত করার উদ্দেশ্যে অনুষ্ঠানে ঢুকেছেন। নবরাত্রি উপলক্ষে আগামী দিনেও এই নজরদারি চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement

শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। ওই মারধরের ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। আমদাবাদ জোন ৭-এর পুলিশ কমিশনার বিইউ জাডেজা জানিয়েছেন, ‘‘ আমরা ডিভিয়ো দেখেছি। কিন্তু যেহেতু কেউ এগিয়ে এসে অভিযোগ দায়ের করেননি তাই কোনও পদক্ষেপ করা হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement