Baba Ka Dhaba

রাস্তার ধারের ঠেলাগাড়ি থেকে বাবা কা ধাবা এখন রেস্তরাঁ, কান্তাপ্রসাদ ফের ভাইরাল

তবে এত কিছুর পরেও গৌরবের ভিডিয়োর জেরেই শেষ পর্যন্ত পরিস্থিতি বদলে যায় বাবা কা ধাবার। নেটাগরিকরা ভিড় জমান এই ধাবায়। বিক্রিবাটা, সেইসঙ্গে আয়ও বেড়ে যায় কান্তাদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ১৭:৪৬
Share:

বাবা কা ধাবা রেস্তরাঁ। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া।

ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘বাবা কা ধাবা’র কান্তাপ্রসাদ এবং তাঁর স্ত্রী বাদামি দেবী। তবে না, এখন আর তাঁদের ধাবার মালিক বলা যাবে না। কারণ, তাঁরা ওই এলাকাতেই একটি রেস্তরাঁ খুলে ফেলেছেন। সোমবার সেই রেস্তরাঁর উদ্বোধন হয়। তবে তারও নাম রাখা হয়েছে ‘বাবা কা ধাবা’।

Advertisement

অক্টোবরে হঠাৎই নেটাগরিকদের কাছে জনপ্রিয় হয়ে যান কান্তাপ্রসাদ এবং বাদামি দেবী। সেই সময় ভিডিয়ো ব্লগার গৌরব ওয়াসন কান্তা ও বাদামির দুর্দশা নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে গৌরব তুলে ধরেন, কী ভাবে কষ্টে দিন কাটছে এই মানুষগুলির। করোনা পরিস্থিতি তাঁদের রোজগারের সব রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে। বাবা কা ধাবায় এসে খেয়ে যাওয়ার আবেদন করেন সেই পোস্টে।

একই সঙ্গে গৌরব নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও দেন, কেউ যদি সরাসরি আর্থিক সাহায্য করতে চান তাঁদের জন্য। যা নিয়ে পরে সমস্যাও হয়। কান্তা অভিযোগ করেন, তাঁর নাম করে আসা সব টাকা গৌরব তাঁর হাতে তুলে দেননি।

Advertisement

তবে এত কিছুর পরেও গৌরবের ভিডিয়োর জেরেই শেষ পর্যন্ত পরিস্থিতি বদলে যায় বাবা কা ধাবার। নেটাগরিকরা ভিড় জমান এই ধাবায়। বিক্রিবাটা, সেইসঙ্গে আয়ও বেড়ে যায় কান্তাদের।

এ বার নয়াদিল্লির মালব্যনগরের সেই এলাকা যেখানে বাবা কা ধাবা ছিল সেখানেই রেস্তরাঁ খুলেছেন কান্তাপ্রসাদ। তিনি জানিয়েছেন, এই রেস্তরাঁয় তাঁরা ভারতীয় ও চাইনিজ খাবার পরিবেশন করেন। তাঁদের নতুন রেস্তরাঁতেও সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন কান্তাপ্রসাদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement