ভেঙে দেওয়া হয়েছে অম্বেদকরের মূর্তিও।
লেনিন, পেরিয়ার, শ্যামাপ্রসাদের পরে এ বার ভেঙে দেওয়া হল বি আর অম্বেডকরের মূর্তি। মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের মেরঠের মাওয়ানায় অম্বেডকরের মূর্তির উপরে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বুধবার সকালে অম্বেডকরের ভাঙা মূর্তি দেখে বিক্ষোভে ফেটে পড়েন দলিতরা। পুলিশ এসে দুষ্কৃতীদের ধরার প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। মেরঠ প্রশাসন জানিয়েছে, অম্বেডকরের নতুন একটি মূর্তি বসানো হবে।
ত্রিপুরায় ভাঙা লেনিনের মূর্তিটি আপাতত বিলোনিয়া পুরসভা চত্বরে রাখা হয়েছে। প্রায় ১১ ফুট লম্বা, ২০ টন ওজনের মূর্তিটির মাথা এবং হাত ছিন্ন হয়ে গিয়েছে।