Ayodhya Case

রামমন্দিরের নির্মাণ কাজ শুরু হয়ে যেতে পারে জানুয়ারিতেই

মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করতে কেন্দ্রকে তিন মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মন্দির নির্মাণের জন্য দ্রুত ট্রাস্ট গঠন করতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৬:৩৫
Share:

রামমন্দিরের প্রতিকৃতি। ছবি: পিটিআই

অযোধ্যার জমি বিতর্কে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে শনিবার। তার পর, কবে থেকে রামমন্দির নির্মাণের কাজ শুরু হবে সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে। সূত্রের খবর, যাতে আগামী বছর মকর সংক্রান্তি তিথি থেকেই মন্দির নির্মাণের কাজ শুরু হতে পারে সেই লক্ষ্য রেখেই এগোচ্ছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করতে কেন্দ্রকে তিন মাস সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মন্দির নির্মাণের জন্য দ্রুত ট্রাস্ট গঠন করতে চাইছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ জন্য সব পক্ষের সঙ্গে সমন্বয় রেখেই এগোতে চাইছে কেন্দ্র সরকার। এ নিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রক ও অ্যাটর্নি জেনারেলেরও পরামর্শ নেওয়া হচ্ছে। একই সঙ্গে এক ঝাঁক আমলাও সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখছেন। সূত্রের খবর, এ বার মন্দিরের নতুন করে কোনও শিলান্যাস হবে না। এক সরকারি কর্তার কথায়, ‘‘এমন প্রকল্প শুরু করার জন্য সংক্রান্তি একটি শুভ দিন এবং আমরা আশা করি, তার আগেই কেন্দ্রীয় সরকার সব প্রক্রিয়া শেষ করে ফেলবে।’’ আগামী বছর মকর সংক্রান্তি পড়ছে ১৫ জানুয়ারি।

২০২২ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন রয়েছে। সূত্রের খবর, সে কথাও মাথায় রাখতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। তার আগেই মন্দির নির্মাণের আইনি প্রক্রিয়া এবং নির্মাণের কাজ যাতে অনেকটা এগিয়ে যায় সেই লক্ষ্যও রয়েছে।

Advertisement

আরও পড়ুন: বুলবুলে বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনায় মুখ্যমন্ত্রী, ক্ষত সারাতে দ্রুত ব্যবস্থার নির্দেশ জেলা প্রশাসনকে

আরও পড়ুন: পওয়ারকে রাজি করিয়ে ফেললেন উদ্ধব, দু’দলই এ বার সনিয়ার সমর্থনের অপেক্ষায়

বিশ্ব হিন্দু পরিষদের দাবি, সুপ্রিম কোর্টের রায় মেনে দ্রুত পদক্ষেপ করুক কেন্দ্রীয় সরকার। ১৯৮৯ সালেই তৎকালীন বিশ্ব হিন্দু পরিষদের প্রধান অশোক সিঙ্ঘল স্থপতিবিদ চন্দ্রকান্ত সোমপুরাকে মন্দিরের নকশা তৈরি করতে বলেছিলেন। রবিবার, সংগঠনটির তরফে ফের সেই প্রসঙ্গ তোলা দেওয়া হয়েছে। ভিআইচপি-র কার্যকরী সভাপতি অলোক কুমার বলেন, ‘‘সোমপুরার নকশা মতোই মন্দির নির্মাণ হবে বলে আমরা আশা করি।’’ মন্দির নির্মাণ নিয়ে গত তিন দশক ধরেই সাজ সাজ রব ভিএইচপি-র। ১৯৮৯ সাল থেকেই রামমন্দিরের কাঠামো তৈরি করে চলেছে ভিএইপি-র অধীনে থাকা ‘রাম জন্মভূমি ন্যাস’। লক্ষ লক্ষ পাথর কেটে, তার উপর খোদাই করে অযোধ্যার ওয়ার্কশপে ফলক ও স্তম্ভ নির্মাণ করছে তারা। তবে, বিশেষজ্ঞরা মনে করছেন, ভিএইপি-র এই নকশা এবং নির্মাণশৈলী মেনে মন্দির তৈরি হলে লেগে যেতে পারে আরও পাঁচ বছর।

শীর্ষ আদালতের রায়ের পর শান্ত অযোধ্যা। অন্য সময় শহরে বিভিন্ন মন্দিরে পুণ্যার্থীদের ভিড় যতটা থাকত এখন তা অনেকটাই কম। রায়ের আগে থেকেই গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তার চাদরে। রায়ের পরেও সেই পরিস্থিতি বহাল রয়েছে। এর মাঝেই, শীর্ষ আদালতের রায় অনুযায়ী ৫ একর জমি নেওয়া হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৬ নভেম্বর বৈঠকে বসছে সুন্নি ওয়াকফ বোর্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement