—ফাইল চিত্র
প্রায় পাঁচশো বছর ধরে চলতে থাকা বিতর্ক। মহাকাব্যে বর্ণিত রামজন্মভূমিতে মসজিদ তৈরি হওয়ার পরে প্রায় সাড়ে ৩০০ বছর টানাপড়েন স্তিমিতই ছিল। কারণ সে ছিল মুঘল যুগ। কিন্তু সে যুগ শেষ হয়ে ভারতে ব্রিটিশ রাজ প্রতিষ্ঠা পেতেই আইনি লড়াই শুরু হয়ে যায় ফৈজাবাদের আদালতে।
আর তার প্রায় ১৩৪ বছর কেটে গিয়েছে। আজ সুপ্রিম কোর্টে রায় দান সেই বিতর্কিত অযোধ্যা মামলার।
আরও পড়ুন: ‘যথেষ্ট হয়েছে, আজ বিকেলে অযোধ্যা শুনানি শেষ হতেই হবে’, বললেন প্রধান বিচারপতি
অযোধ্যার বিতর্কিত জমি কার হাতে যাবে— এই প্রশ্নকে আর ঝুলিয়ে রাখতে রাজি নয় দেশের সর্বোচ্চ আদালত। বর্তমান প্রধান বিচারপতি আগেই জানিয়েছিলেন, অবসরের আগেই তিনি এই মামলার রায় দিয়ে যাবেন। তার জন্য গত ৬ অগস্ট থেকে টানা ৪০ দিন শুনানি হয়েছে অযোধ্যা মামলার। তার পরে গত ১৬ অক্টোবর রায় সংরক্ষিত রেখেছিল প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। তার পর আজকের রায়। এক ঝলকে দেখে নিন ৫০০ বছরের সেই টানাপড়েনের ইতিহাস।
গ্রাফিক: শৌভিক দেবনাথ