ছবি: টুইটার।
গাড়িতে যেতে গিয়ে প্রচণ্ড যানজটে আটকে পড়েছেন! জট ছাড়ছে না! অথচ কানের কাছে বেজে চলেছে পিছনের গাড়ির হর্ন, এক নাগাড়ে! একে যানজটের যন্ত্রণা, তায় আবার নাগাড়ে কানের কাছে হর্ন।
প্রবল যানজটের সময় যাঁদের হাত গাড়ির ‘হর্ন’ থেকে ওঠে না, তাদের সচেনতার পাঠ দিচ্ছে দিল্লিতে অটোর পিছনে টাঙানো একটি ব্যানার। জনপ্রিয় একটি টিভি অনুষ্ঠান ‘কৌন বনেগা কড়োরপতি’ (কেবিসি)-র আদলে প্রশ্ন ছুড়ে দিয়ে জিজ্ঞাসা করা হয়েছে, ‘ট্রাফিক জ্যামের সময় হর্ন বাজালে কী হবে?’ উত্তর হিসাবে চারটি বিকল্প দেওয়া হয়েছে।
এ: ট্রাফিক লাইট দ্রুত সবুজ হয়ে যায়
বি: রাস্তা আরও চওড়া হয়
সি: গাড়ি উড়তে শুরু করে
ডি: কিছুই না।
এই চারটি বিকল্পের মধ্যে শেষ বিকল্পটাই উত্তর। কিন্তু বাকি তিনটে বিকল্পে, যানজটে আটকে পড়ে আপনি যা ভাবতে থাকেন তা-ই দেওয়া হয়েছে। ব্যানারের ছবিটি ইতিমধ্যে ভাইরাল।