লোকসভার স্পিকার ওম বিড়লা। ছবি: পিটিআই
‘অসংসদীয়’ শব্দের তালিকা নিয়ে বিতর্কের মাঝেই এই নিয়ে মুখ খুললেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে দিলেন, কোনও শব্দই নিষিদ্ধ করা হয়নি। কক্ষে মতামত জানানোর পূর্ণ স্বাধীনতা সদস্যদের রয়েছে। তাঁর কথায়, “এই শব্দের তালিকাটি আসলে অভিব্যক্তির সংকলন যা, কক্ষের নথি থেকে বাদ দেওয়া হয়েছে।”
এ প্রসঙ্গে তিনি একটি শব্দ তালিকার সংকলন দেখিয়ে বলেন, ‘‘ আগেও এমন বইপ্রকাশ হত যেখানে অসংসদীয় শব্দের তালিকা থাকত। কিন্তু এ বার কাগজ বাঁচাতে আমরা সেই তালিকা নেটমাধ্যমে প্রকাশ করেছিলাম। কোনও শব্দই নিষিদ্ধ হয়নি। আমরা সেই শব্দগুলোকে একত্রিত করেছি যেগুলি সংসদের নথি থেকে মুছে দেওয়া হয়েছে।’’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘বিষয়টি নিয়ে ভুল বার্তা ছড়িয়ে পড়ছে। ১৯৫৪ সাল থেকে ধারাবাহিক ভাবে এই ধরনের তালিকা প্রকাশ করা হয়। ২০১০ সালের পর থেকে এই তালিকা প্রতি বছর প্রকাশিত হয়ে আসছে।’’
স্পিকারের বার্তা, ‘‘কোনও শব্দই নিষিদ্ধ করা হয়নি। সদস্যেরা স্বাধীন ভাবে তাঁদের মত জানাতে পারবেন। এই অধিকার থেকে কেউ তাঁদের বঞ্চিত করতে পারবে না। সংসদের ঐতিহ্যই তাই।’’
প্রসঙ্গত, ‘অসংসদীয়’ শব্দের তালিকায় রয়েছে ‘লজ্জাজনক’, ‘নির্যাতন’, ‘বিশ্বাসঘাতকতা’, ‘নাটক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘অযোগ্য’, ‘ভণ্ডামি’র মতো শব্দ, তেমনই রয়েছে ‘নৈরাজ্যবাদী’, ‘শকুনি’, ‘স্বৈরাচারী’, ‘খলিস্তানি’, ‘বিনাশপুরুষ’, ‘জয়চাঁদ’-এর মতো শব্দ। লোকসভার সচিবালয়ের প্রকাশিত এই শব্দের তালিকা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিরোধীরা সরব হয়েছে মোদী সরকারের বিরুদ্ধে। এ বার সেই বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন স্পিকার।