প্রতীকী ছবি।
এ বারের নিট পরীক্ষায় মেয়ে পরীক্ষার্থীর উপস্থিতির হার অনেকটাই কমেছে। দ্য সানডে টাইম-এর একটি রিপোর্ট বলছে, এ বছরে ৭ লক্ষ ৪৮ হাজার ৮৬৬ জন মেয়ে পরীক্ষার্থী আবেদন করেছিলেন। সেখানে পুরুষ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ১৮ হাজার ৭৫। কিন্তু মোট উপস্থিতির হার ৯২.৮৫ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে ৮৫.৫৭ শতাংশ। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থীদের অনুপস্থিতির হার সবচেয়ে বেশি।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তথ্য বলছে, এ বারে পুরুষ পরীক্ষার্থীদের উপস্থিতি গত বারের তলুনায় এক ধাক্কায় ৭ শতাংশ কমেছে। সেখানে মেয়ে পরীক্ষার্থীদের হার কমেছে ৮ শতাংশেরও বেশি। কোভিড সংক্রমণের আশঙ্কায় পরীক্ষার্থীদের উপস্থিতিতে প্রভাব পড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
শুধু কোভিডের আশঙ্কাই নয়, মোট উপস্থিতির হারে প্রভাব পড়ার অন্য একটা কারণ আছে বলে দাবি এনটিএ-র এক আধিকারিকের। তাঁর মতে, অন্য বছরগুলোতে বোর্ডের ফল বেরনোর আগেই নিটে বসতেন পরীক্ষার্থীরা। কোভিড পরিস্থিতির জন্য এ বছর এই পরীক্ষার আগেই বোর্ডের ফল প্রকাশিত হয়েছে। ফলে যাঁরা পরীক্ষায় পাশ করতে পারেননি, অথচ নিটে আগেই আবেদন করেছিলেন, এমন পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। ফলে উপস্থিতির হার এক ধাক্কায় অনেকটাই কমেছে।
আরও পড়ুন: আকাশে ভিনগ্রহী! ‘আয়রন ম্যান’ বেলুন নিয়ে হুলস্থুল যোগীর রাজ্যে