যোগী আদিত্যনাথ এবং দারা সিংহ চৌহান। ফাইল চিত্র।
স্বামীপ্রসাদ মৌর্যের পরে দারা সিংহ চৌহান। ২৪ ঘণ্টার মধ্যেই ফের যোগী আদিত্যনাথ মন্ত্রিসভা ছাড়লেন উত্তরপ্রদেশের আর এক প্রভাবশালী নেতা। স্বামীপ্রসাদের মতোই দারাও এ বার অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (সপা)-তে শামিল বতে পারেন বলে ইঙ্গিত মিলেছে। যদিও বুধবার ‘প্রত্যাঘাত’ এসেছে বিজেপি-র তরফেও। অখিলেশের আত্মীর তথা সপা বিধায়ক হরিওম যাদব যোগ দিয়েছেন বিজেপি-তে।
স্বামীপ্রসাদের মতোই একদা মায়াবতী-ঘনিষ্ঠ ছিলেন দারা। ২০০৯ সালে ঘোসি লোকসভা কেন্দ্রে জেতার পরে বিএসপি-র নেতাও হয়েছিলেন এই অনগ্রসর (এবিসি) জনগোষ্ঠীর নেতা। ২০১৫ সালে অমিত শাহের উপস্থিতিতে দারা বিজেপি-তে যোগ দেন। ২০১৭ সালের বিধানসভা ভোটে জিতে সে রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী হন।
বুধবার যোগী মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পরে তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশের বিজেপি সরকার দলিত এবং অনগ্রসরদের প্রতি অবহেলা করে চলেছে। তাই আমার এই সিদ্ধান্ত।’’ দারার ইস্তফার খবর প্রচার হওয়ার পরেই অখিলেশ টুইটারে লেখেন, ‘সামাজিক ন্যায়বিচারের লড়াইয়ের অক্লান্ত যোদ্ধা দারা সিংহ চৌহান জি-কে আন্তরিক ভাবে স্বাগত ও শুভেচ্ছা জানাই।’
এরই মধ্যে বুধবার সপা-র বিধায়ক হরিওম এবং প্রাক্তন বিধায়ক ধর্মপাল সিংহ বিজেপি-তে যোগ দিয়েছেন। কংগ্রেস বিধায়ক নরেশ সাইনিও দল ছেড়ে শামিল হয়েছেন পদ্ম-শিবিরে। হরিওম প্রাক্তন সপা সাংসদ তেজপ্রতাপ সিংহ যাদবের মামা। আরজেডি প্রধান লালুপ্রসাদের জামাই তেজপ্রতাপের ঠাকুরদা রতন সিংহ যাদব সপা-র প্রতিষ্ঠাতা মুলায়মের দাদা। ফিরোজাবাদের সিরসাগঞ্জের দু’বারের বিধায়ক হরিওম বরাবরই মুলায়মের ভাই শিবপালের ঘনিষ্ঠ বলে পরিচিত। দলবিরোধী কাজের জন্য গত বছর তাঁকে সাসপেন্ড করেছিলেন সপা-প্রধান অখিলেশ।