UP Assembly Election 2022

Assembly Elections 2022: উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া-সহ পাঁচ রাজ্যে ভোটের দিন ঘোষণা শনিবার বিকেলেই

২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত উত্তরপ্রদেশ-সহ ওই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল। গণনা হয়েছিল ১১ মার্চ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২২ ১২:৩৩
Share:

মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। ফাইল চিত্র।

করোনা সংক্রমণের আবহেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র শনিবার বিকেল সাড়ে ৩টেয় সাংবাদিক বৈঠকে উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ার বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবেন।

Advertisement

এর আগে ২০১৭ সালে ৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ওই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল। উত্তরপ্রদেশের ৪০৩টি আসনে ভোট হয়েছিল সাত দফায়। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরের ৬০টি বিধানসভা আসনে দু’দফায়। পঞ্জাবের ১১৭, উত্তরাখণ্ডের ৭০ এবং গোয়ার ৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছিল এক দফাতেই। ২০১৭ সালে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের গণনা হয়েছিল ১১ মার্চ।

উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়ায় এ বার দুর্গরক্ষার লড়াই বিজেপি-র। এর মধ্যে প্রথম তিন রাজ্যে গত ৫ বছর ক্ষমতায় রয়েছে পদ্ম-শিবির। গোয়ায় গত এক দশক। যোগী আদিত্যনাথের সরকার লখনউয়ের কুর্সিতে ফিরতে পারে কি না, তার উপর আগামী দিনে জাতীয় রাজনীতির গতিপ্রকৃতি অনেকাংশে নির্ভর করছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। অন্য দিকে, সদ্য-প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহের দলত্যাগের পর পঞ্জাবে কঠিন লড়াইয়ের মুখে শাসকদল কংগ্রেস। আরব সাগর উপকূলের রাজ্য গোয়ায় এ বারই প্রথম সক্রিয় ভাবে লড়তে নেমেছে তৃণমূল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement