—ফাইল চিত্র।
অসমের চূড়ান্ত এনআরসি তালিকা তৈরি। এই অবস্থায় হঠাৎই এনআরসি-র ওয়েবসাইট থেকে সব তথ্য উধাও! এই ঘটনাকে সরকারের চক্রান্ত বলে অভিযোগ কংগ্রেসের। এ নিয়ে ভারত সরকারের রেজিস্ট্রার জেনারেল ও সেনসাস কমিশনারকে অভিযোগপত্র পাঠাল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এনআরসির নতুন কো-অর্ডিনেটর হিতেশ দেবশর্মা বলেন, ‘‘ক্লাউড পরিষেবা বা ওয়েবসাইট সংক্রান্ত সব কিছুর দায়িত্ব একটি বেসরকারি সংস্থার। আমি কাজে যোগ দেওয়ার আগে থেকেই ক্লাউড পরিষেবা বন্ধ ছিল। তা আবার শুরু করতে তাদের বলেছি। আশা করি কিছুদিনের মধ্যেই আবার সব তথ্য ওয়েবসাইটে দেখা যাবে।’’