Karimganj

করিমগঞ্জের নাম পাল্টে রাখা হবে ‘শ্রীভূমি’! সিদ্ধান্ত অসম সরকারের

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, করিমগঞ্জ নামের কোনও আভিধানিক অর্থ নেই। তাই তাঁরা নতুন নামের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের শরণ নিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ০৮:১৮
Share:

হিমন্তবিশ্ব শর্মা। —ফাইল চিত্র।

করিমগঞ্জ জেলার নাম পাল্টে ‘শ্রীভূমি’ রাখার সিদ্ধান্ত নিল অসম মন্ত্রিসভা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, করিমগঞ্জ নামের কোনও আভিধানিক অর্থ নেই। তাই তাঁরা নতুন নামের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের শরণ নিয়েছেন। ১৯১৯ সালে করিমগঞ্জ হয়ে সিলেটে যান রবীন্দ্রনাথ।

Advertisement

গবেষকেরা অনেকে মনে করেন, শ্রীহট্ট বা সিলেটে সেই সফরকালেই সম্ভবত কাউকে সই দিতে গিয়ে রবীন্দ্রনাথ অবিভক্ত ভারতের ওই অঞ্চলকে বর্ণনা করে লিখেছিলেন, 'মমতাবিহীন কালস্রোতে/বাঙলার রাষ্ট্রসীমা হোতে/ নির্বাসিতা তুমি/ সুন্দরী শ্রীভূমি।' অবিভক্ত সিলেট জেলার মধ্যে শুধু করিমগঞ্জই দেশভাগের পরে ভারতে যুক্ত হয়। হিমন্তের যুক্তি, করিমগঞ্জ নামের কোনও ঐতিহাসিক প্রতিনিধিত্ব নেই। কিন্তু শ্রীভূমির সঙ্গে ইতিহাস, অভিধান, রবীন্দ্র-স্মৃতি, সবই জড়িয়ে রয়েছে। তাই শীঘ্রই এই নাম বদল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। যদিও বিরোধীদের মতে, 'করিম' নামে আপত্তি বিজেপির। তাই তারা ঢাল করছে রবীন্দ্রনাথকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement