ভয়াবহ বন্যার সঙ্গে যুঝছে অসম। ছবি: পিটিআই।
নিজের পরিবার বন্যার জলে বন্দি এ কথা জেনেও দশের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। একাই একশো জনের বেশি বন্যাপীড়িত মানুষের জীবন বাঁচিয়ে তিনি এখন অসমের ‘হিরো’!
ক্যাপ্টেন রূপম দাস। অসমে এই নাম এখন মুখে মুখে ঘুরছে। ভয়াবহ বন্যার সঙ্গে যুঝছে গোটা অসম। ৪৭ লক্ষ মানুষ বন্যাকবলিত। গ্রামের পর গ্রাম, শহর, মফস্সল সব জলের তলায়। জলবন্দি লক্ষ লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে ৮২ জনের।
অসমের পাঠশালার বাসিন্দা রূপম। নিজের পরিবারও জলবন্দি। কিন্তু রূপমদের কাছে দশের সেবাই সবচেয়ে বড়। নিজের পরিবার বিপদে আছে জেনেও অন্য পরিবারগুলিকে বাঁচানোর তাগিদে ছুটে গিয়েছেন। তাঁর নেতৃত্বে সেনার একটি দল যে ভাবে উদ্ধারকাজ চালিয়ে বন্যাপীড়িত মানুষগুলিকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছেন, তাঁর এই কাজকে কুর্নিশ জানিয়েছে ভারতীয় সেনাও।
সেনার তরফে এক বিবৃতি জারি বলা হয়েছে, ‘ক্যাপ্টেন রূপম দাস যে ভাবে উদ্ধারকাজ চালিয়েছেন, তার জন্য দেশবাসী গর্বিত। নিজের পরিবার বিপদে আছে জেনেও যে ভাবে দশের উদ্ধারে ছুটে গিয়েছেন, তা সত্যিই অভাবনীয়।’