Himanta Biswa Sarma

অনুপ্রবেশ নিয়ে রাজ্যকে বিঁধলেন অসমের মুখ্যমন্ত্রী

বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে ফের এনআরসি-র দাবি সামনে এনেছেন হিমন্ত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭:০১
Share:

হিমন্ত বিশ্বশর্মা। —ফাইল চিত্র।

অনুপ্রবেশ ঠেকাতে পশ্চিমবঙ্গ সরকারের ‘নেতিবাচক’ ভূমিকার অভিযোগ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, অসম ও ত্রিপুরা সরকার এ ব্যাপারে সক্রিয় হলেও পশ্চিমবঙ্গের ভূমিকা দুর্বল। রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ পুরোপুরি নস্যাৎ করেছে।

Advertisement

বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে ফের এনআরসি-র দাবি সামনে এনেছেন হিমন্ত। অসমের বিজেপি সরকারের প্রধানের বক্তব্য, ‘‘অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমাদের অভিযানের সব চেয়ে দুর্বল জায়গা পশ্চিমবঙ্গ সরকার।’’ তাঁর ব্যাখ্যা, ‘‘অনুপ্রবেশকারীরা ত্রিপুরা বা অসম হয়ে ভারতে প্রবেশ করে। আমরা প্রতি দিন ৬ থেকে ৭ জন করে অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করছি। তবে পশ্চিমবঙ্গ সরকার এই অনুপ্রবেশ বন্ধ না-করা পর্যন্ত সমস্যা অব্যাহত থাকবে৷ এবং সারা দেশে ছড়িয়ে পড়বে।’’ তিনি অনুপ্রবেশকারী চিহ্নিত করার জন্য দেশ জুড়ে এনআরসির পক্ষেই সওয়াল করেছেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ পাল্টা কেন্দ্রের বিজেপি সরকারের দিকে আঙুল তুলেছেন। তাঁর বক্তব্য, ‘‘প্রথমত, অনুপ্রবেশ ঠেকানোর প্রধান দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ বিএসএফের। কোথাও অনুপ্রবেশ হলে তার দায় তাদের।’’ সেই সঙ্গেই অসমের মুখ্যমন্ত্রীকে ‘নিজের চরকায় তেল দেওয়া’র পরামর্শও দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement