Assam

অনেক প্রার্থীরই স্ত্রী বেশি ধনী, অখিল এগিয়ে মামলায় 

রাজ্যে সিএএ-বিরোধী আন্দোলনে হিংসায় উস্কানি দেওয়া, মাওবাদী সংযোগ-সহ বিভিন্ন অভিযোগে ২০১৯ থেকেই কারাবন্দি অখিল গগৈ। বন্দি অবস্থাতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Advertisement

রাজীবাক্ষ রক্ষিত

শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ০৬:৫৬
Share:

প্রতীকী ছবি।

সাধারণত নির্বাচনে হলফনামা জমা দেওয়া নেতাদের সম্পত্তির তালিকায় নজর পড়ে আগে। কিন্তু অসম নির্বাচনে এই প্রথম লড়তে নামা কৃষক নেতা অখিল গগৈয়ের সম্পত্তি নয়, নজর কাড়ছে তাঁর বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা। আর একটি লক্ষ্যণীয় বিষয়, অখিল থেকে অতুল বরা বা কেশব মহন্ত, কিংবা রিপুন বরা— অনেক প্রার্থীর তুলনাতেই তাঁদের স্ত্রীর সম্পদ ঢের বেশি।

Advertisement

রাজ্যে সিএএ-বিরোধী আন্দোলনে হিংসায় উস্কানি দেওয়া, মাওবাদী সংযোগ-সহ বিভিন্ন অভিযোগে ২০১৯ থেকেই কারাবন্দি অখিল গগৈ। বন্দি অবস্থাতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। লড়বেন শিবসাগর ও মরিয়নি থেকে। জমা দেওয়া হলফনামার ২৭ পৃষ্ঠার মধ্যে ১১ পৃষ্ঠাই খরচ হয়েছে তাঁর বিরুদ্ধে চলা মামলার বিবরণ দিতে। নদীবাঁধ, জমির পাট্টা, সরকারি দুর্নীতি, টোলগেট, সিএএ-সহ বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন চালানো অখিলের বিরুদ্ধে গত এক দশকে রুজু হওয়া মামলার সংখ্যা ৫২। অধিকাংশই আন্দোলন ও সরকারি সম্পত্তি ধ্বংস সংক্রান্ত।

অখিল-বিরোধীদের দাবি, পায়ে চপ্পল, কাঁধে ঝোলা ব্যাগ নিয়ে আন্দোলন চালানো অখিলের কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। কাজিরাঙায় আছে অর্কিড বাগান ও রিসর্ট, আছে গাড়ির শো-রুমের শেয়ার ইত্যাদি। তাঁকে ‘আন্দোলনজীবী’ তকমা দিয়েছেন বিজেপি নেতারা। যদিও হলফনামায় অখিল জানিয়েছেন, তাঁর হাতে নগদ টাকা শূন্য। ব্যাঙ্কে আছে হাজার ষাটেক টাকা। আর কাজিরাঙা অর্কিড ও জৈব বৈচিত্র্য উদ্যানে তাঁর মাত্র ১০ হাজার টাকার শেয়ার রয়েছে। তুলনায় তাঁর শিক্ষিকা স্ত্রীর সম্পত্তি বেশি, প্রায় ৭০ লক্ষ টাকা। রয়েছে গাড়ি। অখিলের নামে কোনও জমি-বাড়ি নেই। স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৮২ লক্ষ টাকা।

Advertisement

বোকাখাটের অগপ প্রার্থী, মন্ত্রী অতুল বরারও অস্থাবর সম্পত্তি স্ত্রীর তুলনায় কম। স্ত্রীর নামে বিভিন্ন ব্যাঙ্কে রয়েছে ৩২টি অ্যাকাউন্ট ও অন্যান্য লগ্নি। মন্ত্রীর অস্থাবর সম্পত্তি ১ কোটি ৪৩ লক্ষের কিছু বেশি। মন্ত্রীপত্নীর সম্পত্তি প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা। স্ত্রীর উপার্জনের উৎসের উল্লেখ করেননি অতুল।

অগপর আর এক মন্ত্রী কেশব মহন্তের অস্থাবর সম্পত্তিও স্ত্রীর তুলনায় কম। মন্ত্রীর সম্পত্তি প্রায় ৯০ লক্ষ ৪৭ হাজার টাকা। সেখানে, ১১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা স্ত্রীর সম্পত্তির পরিমাণ ৯৩ লক্ষ ৪৩ হাজার টাকা। মন্ত্রী হওয়ার পরে কেশব ও তাঁর স্ত্রী বিভিন্ন স্থানে প্রায় ২২ একর জমি কিনেছেন।

গোহপুর থেকে লড়তে নামা, রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরার স্ত্রী-ও স্থাবর, অস্থাবর সম্পত্তিতে টেক্কা দিয়েছেন স্বামীকে। রিপুনের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬৮ লক্ষ টাকা। স্ত্রীর সম্পত্তি প্রায় ৯০ লক্ষ ৫৫ হাজার টাকা। জমি-বাড়ি মিলিয়ে রিপুনের নামে থাকা সম্পদ ৫৪ লক্ষ ৯০ হাজার টাকার। স্ত্রী সম্পদের মূল্য ৭৫ লক্ষ টাকা।
ছাত্রনেতা থেকে অসম জাতীয় পরিষদের সভাপতি হয়ে ভোটে লড়তে নামা লুরিণজ্যোতি গগৈয়ের সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৬১ হাজার টাকা। অকৃতদার লুরিণের কোনও জমি-বাড়ি-গাড়ি নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement