ওয়াইসি ছিঁড়ে ফেললেন বিল

বিল পেশে আপত্তি জানিয়ে ওয়াইসি আজ বলেন, ধর্মনিরপেক্ষতা দেশের মূল কাঠামোর অঙ্গ। এই বিল তার বিরোধী। এটি খর্ব করছে মৌলিক অধিকারও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ০৩:১০
Share:

বিলের কপি ছিঁড়ছেন আসাদুদ্দিন ওয়াইসি।

নাগরিকত্ব বিল পেশে আপত্তি জানাতে গিয়ে এমন কথা বললেন যে, তা লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দিতে হল। পরে বিল নিয়ে বিতর্কে অংশ নিয়ে দিলেন দেশভাগের হুমকি। ছিঁড়ে ফেললেন বিলের কপি। তিনি এমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি।

Advertisement

বিল পেশে আপত্তি জানিয়ে ওয়াইসি আজ বলেন, ধর্মনিরপেক্ষতা দেশের মূল কাঠামোর অঙ্গ। এই বিল তার বিরোধী। এটি খর্ব করছে মৌলিক অধিকারও। বিলটি আইসম্মত নয়। এই সূত্রে সায়রা বানো মামলা, কেশবানন্দ ভারতী মামলা ও সর্বানন্দ সোনোয়াল মামলার উল্লেখ করেন ওয়াইসি। বক্তব্যের শেষে হিটলার ও ইজ়রালের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ানের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম জড়িয়ে মন্তব্য করেন। সেই অংশ স্পিকারের নির্দেশে লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়।

পরে বিল নিয়ে বিতর্কের সময় বিলের কপি ছিঁড়ে ওয়াইসি যুক্তি দেন, মোহনদাস কর্মচন্দ গাঁধীও দক্ষিণ আফ্রিকায় বৈষম্যমূলক নাগরিকত্ব কার্ড ছিঁড়ে ফেলেছিলেন। এরই সঙ্গে ওয়াইসির হুমকি, এই বিল মুসলিমদের রাষ্ট্রহীন করার চক্রান্ত। যা আরও এক বার দেশভাগের দিকে নিয়ে যাবে। সরকারি বেঞ্চের সাংসদেরা ওয়াইসির এই আচরণের তীব্র নিন্দা করেছেন। তাঁদের মতে, এটা সংসদের অপমান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement