Aryan Khan

Aryan Khan Case: সমীর ওয়াংখেড়ে মেনে চলতেন সব মুসলিম আচার, এ বার দাবি করলেন প্রাক্তন শ্বশুর

এর আগে যে কাজি সমীরের বিয়ে দিয়েছিলেন, তিনিও বলেছিলেন ২০০৬ সালে সমীর ওয়াংখেড়ের বিয়ে তিনি দিয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২১ ১৬:৪৪
Share:

ছবি: টুইটার

সমীর ওয়াংখেড়ের বিয়ের ছবি ও ‘নিকাহনামা’ নিয়ে শুরু হওয়া বিতর্কে ঢুকে পড়লেন সমীরের প্রাক্তন শ্বশুর জায়েদ কুরেশি। সমীরের প্রথমা স্ত্রী শাবানা কুরেশির বাবা জানিয়েছেন, মুসলিম ধর্মপালনের বিষয়ে সমীর যা দাবি করছেন, তা ঠিক নয়। নিয়মিত মুসলিম ধর্মের নানা আচার ও বিধি পালন করতেন সমীর। নিয়ম করে নমাজ পড়তেন, রোজাও রাখতেন। জায়েদ বৃহস্পতিবার সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘আমার মেয়ের একটি মুসলিম পরিবারে বিয়ে হয়েছিল। সব দেখেশুনে বিয়ে হয়েছিল। আমরা তিন বছর ধরে সমীরের পরিবারকে চিনতাম। তবে আমরা চিনতাম দাউদ ওয়াংখেড়ে ও তাঁর স্ত্রীকে, যাঁরা নিয়মিত মুসলিম ধর্মীয় নিয়ম মেনে চলতেন।’’

Advertisement

তিনি শাবানার বিয়ে নিয়ে বলেছেন, ‘‘আমরা মুসলিম পরিবারের বাইরে মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবিনি। ওরা হিন্দু পরিবার জানলে আমরা বিয়ে দিতাম না। আমরা সব নিয়ম মেনে মেয়ের বিয়ে দিয়েছিলাম। বাগদান-এর ১০ মাস পরে মুসলিম মতেই বিয়ে হয়। ‘নিকাহনামা’-এ দাউদের স্বাক্ষর আছে। তা দেখলেই বোঝা যায়, মুসলিম মতেই বিয়ে হয়েছিল।’’

এর আগে যে কাজি সমীরের বিয়ে দিয়েছিলেন, তিনিও বলেছিলেন ২০০৬ সালে সমীর ওয়াংখেড়ের বিয়ে তিনি দিয়েছিলেন। মুসলিম মতেই বিয়ে হয়েছিল। এনসিপি নেতা নবাব মালিক এর আগে প্রকাশ করেন সমীরের নিকাহ-র ছবি। তিনি দাবি করেন, সমীর জন্মের দিক থেকে মুসলিম। কিন্তু পরিচয় ভাঁড়িয়ে তিনি জাতি শংসাপত্র বার করেছিলেন। তাতেই তিনি চাকরি পান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement