আপ নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। — ফাইল চিত্র।
আসন্ন দিল্লি ভোটে বিজেপি জয়ী হলে গুনতে হবে মোটা অঙ্কের বিদ্যুৎ বিল! অন্য দিকে, আম আদমি পার্টিকে ভোট দিলে বিলের পরিমাণ নেমে আসবে শূন্যে। রবিবার ভোটপ্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল।
রবিবার জংপুরায় এক প্রচার সমাবেশে কেজরী বলেন, ‘‘যাঁরা চান বিদ্যুতের বিল শূন্য আসুক, তাঁরা আপ-কে ভোট দিন। আর যাঁরা মোটা অঙ্কের বিদ্যুৎ বিল গুনতে চান, তাঁরা বিজেপিকে ভোট দিতে পারেন! বিজেপি তো বলেই দিয়েছে, সরকার গঠন করলে তারা বিদ্যুতের উপর ভর্তুকি বন্ধ করে দেবে। তারা বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার বিরুদ্ধে।’’ উল্লেখ্য, আপের তরফে এ বার জংপুরা কেন্দ্রে লড়ছেন মণীশ সিসৌদিয়া।
চলতি মাসের শুরুতেই কেজরী জানিয়েছিলেন, দিল্লিতে ক্ষমতায় ফিরলে ভাড়াটেদেরও বিনামূল্যে বিদ্যুৎ এবং জল দেওয়া হবে। কেজরী জানান, দিল্লির বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে একটি সমস্যার কথা জানতে পেরেছেন তিনি। প্রতি ক্ষেত্রেই ভাড়াটেরা তাঁর কাছে জল এবং বিদ্যুতের সুবিধা না-পাওয়ার অনুযোগ করেছেন। এর পরেই আপ প্রধানের আশ্বাস, ক্ষমতায় ফিরলে ভাড়াটেরাও যাতে এই ধরনের পরিষেবার আওতায় আসেন, তা নিশ্চিত করবে আপ।
আর মাত্র কয়েক দিন। তার পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে হতে চলেছে ত্রিমুখী লড়াই। দিল্লিতে আপের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি। তবে কংগ্রেসকে নিয়েও চিন্তা কম নেই কেজরীওয়ালের দলের। তাই পুরোদমে চলছে ভোট প্রচার পর্ব। এই পরিস্থিতিতে একের পর এক প্রকল্পের কথাও ঘোষণা করছেন কেজরী। মহিলাদের মাসে ২১০০ টাকা করে আর্থিক সাহায্য, বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা, অটোচালকদের ১০ লক্ষ টাকার বিমার পাশাপাশি বিদ্যুৎ ও জল নিয়ে ভাড়াটেদেরও সমান সুবিধার আশ্বাস দিয়েছেন আপ প্রধান। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে এক দফায় বিধানসভার ৭০টি আসনে ভোটগ্রহণ হবে। ৮ ফেব্রুয়ারি হবে গণনা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশের সমাজবাদী পার্টি (এসপি) ইতিমধ্যেই দিল্লির ভোটে বিজেপিকে হারাতে আপকে সমর্থন করেছে।