Arvind Kejrwal

Goa Assembly election 2022: ‘কংগ্রেসকে ভোট মানে বিজেপিকে ভোট’

গোয়ার ভোটারদের প্রতি বৃহস্পতিবার কেজরীর বার্তা, গোয়ায় লড়াই হবে বিজেপি এবং আপ-এর মধ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ ০৬:১২
Share:

ফাইল চিত্র।

কংগ্রেসকে ভোট দেওয়া মানে পরোক্ষে বিজেপিকেই ভোট দেওয়া বলে দাবি করলেন আম আদমি পার্টির নেতা, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। গোয়া ভোট উপলক্ষে একটি চ্যানেলের আলোচনাসভায় এই মন্তব্য করেন তিনি।

Advertisement

গোয়ার ভোটারদের প্রতি বৃহস্পতিবার কেজরীর বার্তা, গোয়ায় লড়াই হবে বিজেপি এবং আপ-এর মধ্যে। বিজেপিকে হটাতে চাইলে আপকেই ভোট দেওয়া উচিত বলে তাঁর দাবি। কারণ, তাঁর মতে, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকেই পরোক্ষে ভোট দেওয়া। কারণ কংগ্রেস থেকে দলে দলে নেতারা বিজেপিতেই গিয়েছেন। কেজরীর কথায়, ‘‘আপনারা যদি পরিচ্ছন্ন, সৎ সরকার চান, আপকে ভোট দিন। নইলে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বিজেপিকে ভোট দিন। পরোক্ষ ভাবে বিজেপিকে ভোট দেওয়া মানে হল কংগ্রেসকে ভোট দেওয়া। কংগ্রেস থেকে যিনি জিতবেন, তিনি পরে বিজেপিতে যাবেন।’’

২০১৭ সালে, আগের বিধানসভা ভোটে ১৭ জন বিধায়ক নিয়ে কংগ্রেস একক বৃহত্তম দল ছিল গোয়ায়। এখন তার বিধায়ক সংখ্যা ২। কারণ বিজেপি সরকার গড়ার পরে অনেকেই বিজেপিতে গিয়েছেন। কেজরীর ইঙ্গিত সে দিকেই। তাঁর দাবি, ‘‘কংগ্রেস দীর্ঘ দিন গোয়া শাসন করেছে বটে। কিন্তু বিজেপির ক্যাডার তৈরির দলে পরিণত হয়েছে এখন। লোকে নেতা হওয়ার জন্য কংগ্রেসে যোগ দেয়, তার পর বিজেপিতে যায়।’’

Advertisement

আগের দিন গোয়ায় আপ-এর ৪০ জন প্রার্থী দলত্যাগ না করার শপথ নেন এবং জিতলে সৎ সরকার তৈরি করার অঙ্গীকার করেন। কেজরী সে প্রসঙ্গে বলেন, ‘‘আমাদের প্রার্থীরা এমনিতেই সৎ। তবে ভোটাররা যাতে বুঝতে পারেন যে, তাঁরা সৎ, তাই এই শপথবাক্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement