Yogi Adityanath- Amit Shah- Arvind Kejriwal

যোগী-শাহ বিবাদ উস্কে দিতে আসরে কেজরীওয়াল

দিল্লিতে দলের হয়ে প্রচারে এসে রাজধানীর আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে সরব হন যোগী। তাঁর সেই বক্তব্যকে হাতিয়ার করেন কেজরী।

Advertisement
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫ ০৮:৫৭
Share:

(বাঁ দিকে) যোগী আদিত্যনাথ। অমিত শাহ (মাঝে)। অরবিন্দ কেজরীওয়াল (ডান দিকে)। —ফাইল চিত্র।

দিল্লি ভোটের আগে রাজধানীর আইনশৃঙ্খলার পরিস্থিতিকে হাতিয়ার করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে বিবাদকে উস্কে দেওয়ার কৌশল নিলেন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়াল।

Advertisement

গত কাল দিল্লিতে দলের হয়ে প্রচারে এসে রাজধানীর আইনশৃঙ্খলার অবস্থা নিয়ে সরব হন যোগী। তাঁর সেই বক্তব্যকে হাতিয়ার করেন কেজরী। কারণ দেশের রাজধানী হওয়ায় দিল্লির আইনশৃঙ্খলার দায়িত্ব শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের। ফলে গত কাল যোগী যে পরোক্ষে শাহের মন্ত্রকের সমালোচনা করেছেন তা কৌশলে বুঝিয়ে দিয়ে দুই শীর্ষ নেতার মধ্যে দূরত্বকে আরও বাড়িয়ে দিতে চেয়েছেন কেজরী। আজ তিনি বলেন, ‘‘যোগী ঠিক কথা বলেছেন। দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। ১১টি দুষ্কৃতী গ্যাং দিল্লিতে দাপিয়ে বেড়াচ্ছে। এরা কোটি-কোটি টাকা মুক্তিপণ চাইছে, মহিলারা বেরোতে ভয় পাচ্ছেন।’’

কেজরী যোগীর প্রশংসা করে বলেন, ‘‘যোগীর দাবি উনি উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধরে দিয়েছেন। তা হলে ওঁর উচিত হবে দিল্লিকে কী ভাবে দুষ্কৃতী মুক্ত করা সম্ভব, তা অমিত শাহকে দেখানো।’’ স্বরাষ্ট্রমন্ত্রীকে কেজরীর কটাক্ষ, ‘‘উনি তো সর্বক্ষণ সাংসদ-বিধায়ক কেনাবেচা ও বিরোধী রাজ্যে সরকার ফেলতেই ব্যস্ত।’’ রাজনীতিকদের মতে, মোদী পরবর্তী সময়ে বিজেপির রাশ কার হাতে থাকবে তা নিয়ে অদৃশ্য প্রতিযোগিতা রয়েছে শাহ ও যোগীর। তাই সুযোগ পেয়ে শাহকে এক প্রস্থ অস্বস্তিতে ফেলার সুযোগ ছাড়তে চাননি আপ আহ্বায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement