Arvind Kejriwal

পথে হল দেরি, মনোনয়ন জমা দিতে পারলেন না কেজরী

কেজরীবালের গাড়ি ছেঁকে ধরেন সাধারণ মানুষ, যাতে গাড়ি এগনো দায় হয়ে দাঁড়ায়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১৮:২৮
Share:

দিল্লিতে কেজরীবালের পথসভা। ছবি: পিটিআই।

পথসভা করতে গিয়ে আর মনোনয়ন জমা দেওয়া হল না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। নির্দিষ্ট সময়ে নির্বাচন কমিশনের দফতরেই পৌঁছতে পারলেন না তিনি। অগত্যা রাস্তা থেকেই ফিরে যেতে হল তাঁকে।

Advertisement

আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার। সেই অনুযায়ী সোমবার দুপুর ৩টের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া কথা ছিল কেজরীবালের। এ দিন দুপুরে তাই হুডখোলা গাড়িতে চেপে বাল্মিকী মন্দির থেকে রওনা দেন তিনি। উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং আম আদমি পার্টির (আপ) শীর্ষ নেতাদের কয়েকজনও ছিলেন ওই গাড়িতে।

ঠিক ছিল, কেজরীবালের নির্বাচনী কেন্দ্র নয়া দিল্লি হয়ে পটেল চক মেট্রো স্টেশন গিয়ে থামবে মিছিল। সেই মতো ‘অচ্ছে বিতে পাঁচ সাল, লগে রহো কেজরীবাল’ স্লোগান দিতে দিতে এগিয়ে চলেন আপ সদস্যরা। রাস্তায় তাঁদের দেখে ভিড়ও উপচে পড়তে শুরু করে। চারিদিক থেকে কেজরীবালের গাড়ি ছেঁকে ধরেন সাধারণ মানুষ, যাতে গাড়ি এগনো দায় হয়ে দাঁড়ায়।

Advertisement

আরও পড়ুন: নির্ভয়া কাণ্ডের সময় নাবালক ছিল না, পবনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

আরও পড়ুন: এক এক করে ফাঁসি দেওয়া হোক দণ্ডিতদের, বললেন নির্ভয়ার মা​

তাতেই আর সময় মতো নির্বাচন কমিশনের দফতরে পৌঁছতে পারেননি কেজরীবাল। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘মনোনয়ন জমা দিতে বলা হয়েছিল, কিন্তু এত মানুষকে ছেড়ে যেতাম কীভাবে? আগামিকালই না হয় মনোনয়নপত্র জমা দেব।’’

২০১৫-র বিধানসভা নির্বাচনে ৭০টির মধ্যে ৬৭টি আসনেই জয়লাভ করেছিল আপ। এ বছর সবক’টি আসনই তাঁদের দখলে আসবে বলে আশাবাদী আপ নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement