Arvind Kejriwal

তিলের নাড়ু বলে অপমান! মোদীকে পাল্টা ঠুকে কেজরি বললেন, ‘আমজনতা ফেলনা নয়’

ভোটের প্রচারে গিয়ে বিনামূল্যে বিভিন্ন পরিষেবার প্রতিশ্রুতি দেয় বহু রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী সম্প্রতি সেই সংস্কৃতিকে জনতার হাতে তিলের নাড়ু ধরানোর সঙ্গে তুলনা করেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ১৭:৩৫
Share:

মোদীকে সতর্ক করলেন কেজরিওয়াল। ফাইল চিত্র।

ধনীরা নানা সুবিধা পেয়ে থাকেন অথচ আমজনতা সুবিধা পেলেই দোষ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচনী প্রচারে রাজনৈতিক দলগুলি যে ভাবে বিনামূল্যে বিদ্যুৎ এবং অন্যান্য পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, শনিবার তার সমালোচনা করে আবার কটাক্ষ করেছিলেন মোদী। কেজরি সেই মন্তব্যেরই ব্যাখ্যা চেয়েছেন।

Advertisement

টুইটারে মোদীর ওই মন্তব্যের একটি ভিডিয়ো পোস্ট করে কেজরিওয়াল জানতে চেয়েছেন, ‘‘আমজনতাকে বিনামূল্যে পরিষেবা দিতে অসুবিধা কোথায়? দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সাধারণ মানুষ এমনিতেই অর্থনৈতিক চাপে রয়েছেন। তাঁরা যদি বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে বিদ্যুৎ বা চিকিৎসা পরিষেবা পান, তাতেই বা সমস্যা কি?’’

মোদী এই ধরনের বিনামূল্য পরিষেবাকে আমজনতার হাতে তিলের নাড়ু ধরানোর সঙ্গে তুলনা করেছিলেন। আসলে প্রধানমন্ত্রী বলতে চেয়েছিলেন, জনতাকে এই সুবিধা দিয়ে ছেলেভোলানো হচ্ছে। তার বিরোধিতা করেই কেজরিওয়াল লেখেন, ‘‘দেশের রাজনীতিবিদরা অজস্র সুবিধাভোগ করেন। এমনকি ধনীরা ঋণ নিয়ে কোটি কোটি টাকা ছাড় পান সরকারি ব্যাঙ্ক থেকে। আমজনতাকে দেওয়া সুবিধাকে তিলের নাড়ু বলে দয়া করে তাঁদের অপমান করবেন না।’’

Advertisement

প্রসঙ্গত, শনিবারই প্রধানমন্ত্রী আবাস যোজনায় নতুন বাড়ি পাওয়া ৪ লক্ষ একান্ন হাজার দেশবাসীকে অভিনন্দন জানিয়ে মোদী বলেন, করদাতাদের অর্থেই এটি সম্ভব হল। তবে করদাতারা তাঁদের অর্থের এই প্রয়োগ দেখে খুশি হবেন। কারণ তাঁদের অর্থে গৃহহীনরা নিশ্চিন্ত আশ্রয় পাচ্ছেন। কিন্তু যখন তাঁরা দেখেন, তাঁদের অর্থে মানুষকে বিনামূল্যে তিলের নাড়ু বিতরণ করা হচ্ছে, তাঁরা নিশ্চয়ই খুশি হন না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement