৩৭০-এর ছায়া সীমান্তের ইদেও

যদিও বাংলাদেশ সীমান্তে বিএসএফ এবং বর্ডার গার্ডস বাংলাদেশের মধ্যে ইদ উপলক্ষে মিষ্টি বিনিময় হয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৯ ০২:২১
Share:

ফাইল চিত্র।

দেশবাসীকে সোমবার ইদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ইদ উপলক্ষে সোমবার বিএসএফের তরফে মিষ্টি এবং শুভেচ্ছা বিনিমেয়ের বার্তা দেওয়া হলেও পাকিস্তানের তরফে সাড়া দেওয়া হয়নি। বিএসএফের এক পদস্থ আধিকারিক বলেন, ‘‘ভারত-পাক সীমান্তে প্রতি বছর ইদে যেমন অনুষ্ঠান হয়, এ বার তা হয়নি।’’

Advertisement

যদিও বাংলাদেশ সীমান্তে বিএসএফ এবং বর্ডার গার্ডস বাংলাদেশের মধ্যে ইদ উপলক্ষে মিষ্টি বিনিময় হয়। ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সিদ্ধান্তের প্রতিবাদে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে কাশ্মীরি পড়ুয়ারা সমন্বয়কারী আধিকারিকের আয়োজিত মধ্যাহ্নভোজ বয়কট করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement