National News

খাস কাশ্মীরে এখন কী হচ্ছে? অন্ধকারে বহির্বিশ্ব, সাইটে আপডেট নেই খবরের

‘রাইজিং কাশ্মীর’-এ এখনও প্রধান খবর মেহবুবা মুফতির বাড়িতে রবিবার রাতের সেই সর্বদল বৈঠক। বাকি খবরগুলিও ওই রাতের। ‘গ্রেটার কাশ্মীর’-এ শেষ আপডেট ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি সাজ্জাদ লোনদের গৃহবন্দির খবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৯ ১৭:৩০
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

বিশেষ মর্যাদা হারিয়ে কেমন আছেন কাশ্মীরবাসী? জাতীয় নিরাপত্তা উপদেষ্টার রিপোর্ট বলছে শান্ত-স্বাভাবিক উপত্যকা। কিন্তু সত্যিই কি তাই? নাকি ঘুমন্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে? আপাতত প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা ব্যর্থ। কারণ ল্যান্ডফোন, মোবাইল, ইন্টারনেট, ব্রডব্যান্ড, কেবল— যোগাযোগের সব মাধ্যম বন্ধ। অধিকাংশ স্থানীয় সংবাদ মাধ্যমেও থেকে গিয়েছে পুরনো খবর। কাশ্মীরের এই অবরুদ্ধ অবস্থার শেষ হবে কবে, আপাতত উত্তর নেই কেন্দ্রের কাছে।

Advertisement

শুরু হয়েছিল রবিবার রাত থেকে। ওই দিনই ঘোষণা করা হয়, উপত্যকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইন্টারনেট এবং মোবাইল পরিষেবা বন্ধ করা হচ্ছে। কিন্তু ঘোষণার বাইরেও ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয়েছে ল্যান্ড ফোন, কেবল, ব্রডব্যান্ড পরিষেবা। তার পর থেকেই কার্যত বন্ধ স্থানীয় সংবাদ মাধ্যমগুলি। অধিকাংশ ওয়েব পোর্টালেই রবিবার রাতের পরের আর কোনও খবর বা আপডেট নেই। কারণ ইন্টারনেট পরিষেবা বন্ধ।

‘রাইজিং কাশ্মীর’-এ এখনও প্রধান খবর মেহবুবা মুফতির বাড়িতে রবিবার রাতের সেই সর্বদল বৈঠক। বাকি খবরগুলিও ওই রাতের। ‘গ্রেটার কাশ্মীর’-এ শেষ আপডেট ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি সাজ্জাদ লোনদের গৃহবন্দির খবর। বাকি নিউজ পোর্টালগুলির অবস্থাও প্রায় একই। ইন্টারনেট বন্ধ থাকায় রবিবার রাতের পর আর কোনও আপডেট হয়নি। অর্থাৎ প্রকৃত ছবিটা পাওয়া যাচ্ছে না সংবাদ মাধ্যমেও।

Advertisement

অন্য দিকে জাতীয় বা অন্য কোনও রাজ্যের যে সব সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কাশ্মীরে গিয়েছেন, তাঁদেরও শ্রীনগর ছাড়া অন্য কোথাও যেতে দেওয়া হচ্ছে না। তাঁদের মাধ্যমে টুকরো টুকরো যে ছবি উঠে আসছে, সেগুলি থেকে সামগ্রিক জম্মু-কাশ্মীরের পরিস্থিতি বোঝা সম্ভব নয়। সোমবারই গ্রেফতার করা হয়েছিল ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি-সহ বেশ কয়েক জন নেতা-নেত্রীকে। তাঁদের অজ্ঞাত জায়গায় রাখা হয়েছে বলে খবর। ফলে রাজনৈতিক ভাবে প্রতিবাদ-প্রতিরোধেরও উপায় নেই।

আরও পডু়ন: ৩৭০-এর পক্ষে না বিপক্ষে? চ্যালেঞ্জ শাহের, ভুল ব্যাখ্যা হচ্ছে, পাল্টা তোপ কংগ্রেসের

আরও পডু়ন: ৩৭০ রদ নিয়ে মুখ খুললেন মমতা, ওমর-মেহবুবারা জঙ্গি নন, মুক্তির দাবি তৃণমূল নেত্রীর

তবে এত কিছুর মধ্যেও একটা বিষয়েই কিছুটা স্বস্তি মিলেছে যে আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে উপত্যকার আর এক নেতা তথা ওমর আবদুল্লার বাবা ফারুক আবদুল্লাকে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। দাবি করেন, তাঁকেও গৃহবন্দি করা হয়েছিল। যদিও অমিত শাহ সংসদে জানিয়েছেন, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুককে গৃহবন্দি করা হয়নি।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল অবশ্য কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন, জম্মু কাশ্মীরের পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক। ৩৭০ অনুচ্ছেদ রদকে স্বাগত জানিয়েছেন কাশ্মীরের সাধারণ মানুষ। কোথায় কোনও অশান্তি-বিক্ষোভ নেই।

কিন্তু পর্যবেক্ষকদের ব্যাখ্যা, সমস্ত পরিষেবা বন্ধ করে দিয়ে এটা কার্যত জোর করে শান্তি বজায় রাখার শামিল। সমস্ত পরিষেবা স্বাভাবিক হওয়ার পরে এই অবস্থা বজায় থাকলে তবেই প্রকৃত শান্তি ফিরবে। কবে পরিষেবা চালু হবে, আপাতত সেই প্রতীক্ষাতেই কাশ্মীরবাসী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement