জামিন খারিজ, আপাতত জেলেই তোমর

খারাপ সময় যেন কাটতেই চাইছে না দিল্লির আম আদমি পার্টি সরকারের। জাল সার্টিফিকেট পেশ করার দায়ে আগেই ধরা পড়েছিলেন জিতেন্দ্র সিংহ তোমর। বুধবার দলের এক বিধায়কের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্যের অভিযোগ উঠেছে। রাজ্যের আরও এক মন্ত্রীর নামে নির্যাতনের অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী। মন্ত্রী-বিধায়কদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগে যখন নাজেহাল দিল্লির আপ সরকার, তখন ফের এক ধাক্কা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ১২:২৩
Share:

আপাতত জেলেই। ছবি: পিটিআই।

খারাপ সময় যেন কাটতেই চাইছে না দিল্লির আম আদমি পার্টি সরকারের। জাল সার্টিফিকেট পেশ করার দায়ে আগেই ধরা পড়েছিলেন জিতেন্দ্র সিংহ তোমর। বুধবার দলের এক বিধায়কের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্যের অভিযোগ উঠেছে। রাজ্যের আরও এক মন্ত্রীর নামে নির্যাতনের অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী। মন্ত্রী-বিধায়কদের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগে যখন নাজেহাল দিল্লির আপ সরকার, তখন ফের এক ধাক্কা। বৃহস্পতিবার ধৃত প্রাক্তন আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমরের জামিনের আবেদন নাকচ করে দিল সাকেতের আদালত।

Advertisement

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে বুধবার দিল্লির সাকেত আদালতে আপিল করেন তোমর। তাঁকে গ্রেফতারির প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন প্রাক্তন মন্ত্রী। আদালত কিন্তু তাঁর আবেদনকে কার্যত গ্রাহ্যই করল না এ দিন। জামিন খারিজ করে বিচারক বলেন, “আপনি যথেষ্ট প্রভাবশালী ব্যাক্তি। যত দিন তদন্ত চলছে, তত দিন আপনাকে জামিন দেওয়া সম্ভব নয়।
এতে তদন্তে জটিলতা বাড়বে।” আগামী ১৬ জুন পর্যন্ত জেলে থাকার নির্দেশ দিলেও তোমরকে সামান্য স্বস্তি দিয়ে তাঁকে নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছে আদালত।

তোমরের পাশাপাশি আপের অস্বস্তি বাড়ল দিল্লির আরও এক প্রভাবশালী মন্ত্রী সোমনাথ ভারতীকে নিয়েও। তাঁর বিরুদ্ধে বধু নির্যাতনের অভিযোগ ওঠায় চিঠি দিয়ে তাঁকে ডেকে পাঠিয়েছে কমিশন। সোমনাথ অবশ্য সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

Advertisement

দলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে সব অভিয়োগ অবশ্য উড়িয়ে দিয়েছেন আপ নেতৃত্ব। এ দিন সকালে দলের অন্যতম নেতা আশুতোষ টুইট করেন, “দুর্নীতির বিরুদ্ধে লড়াই সব সময়েই কষ্টকর। আপ সেই লড়াই করছে বলে দলতে কালিমালিপ্ত করতে এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement