কমলেশ পাণ্ডে
কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের দু’টি আলাদা ঘটনায় নিহত হলেন এক মেজর-সহ দুই সেনা। খতম হয়েছে দুই জঙ্গিও।
আজ সোপিয়ানের জাইপোরায় রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু-কাশ্মীর পুলিশের একটি যৌথ দলের উপরে হামলা চালায় জঙ্গিরা। তাদের গুলিতে গুরুতর আহত হন মেজর কমলেশ পাণ্ডে এবং দুই জওয়ান তানজিন ছুলতিম ও কৃপাল সিংহ। আহতদের উদ্ধার করে ৯২ নম্বর সেনা ঘাঁটির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান মেজর পাণ্ডে ও জওয়ান ছুলতিম। ২০১২ সালে সেনাবাহিনীতে যোগ দেন উত্তরাখণ্ডের বাসিন্দা পাণ্ডে। বছর পঁচিশের ছুলতিম হিমাচল প্রদেশের স্পিতির মানুষ। তিনিও ২০১২ সালেই যোগ দিয়েছিলেন সেনাবাহিনীতে। এ দিন নিহত দুই সেনাকে শ্রদ্ধা জানান জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ‘ক্লিন আপ অপারেশন’ও জোর কদমে চলছে। সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কাশ্মীরের আজ কুলগাম জেলায় নিহত হয়েছে দুই হিজবুল জঙ্গি। এক সেনা কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে গত কাল গভীর রাতে কুলগামের গোপালপোরা গ্রামে হানা দেয় সেনাবাহিনী। দু’পক্ষের গুলিযুদ্ধে মারা যায় আকিব হুসেন ইতু এবং সোহেল আহমেদ রাথের নামে ওই দুই জঙ্গি। এর মধ্যে এক জন গত মে মাসে ব্যাঙ্কের ক্যাশ ভ্যানে জঙ্গি হানার ঘটনায় জড়িত ছিল। সেই ঘটনায় পাঁচ পুলিশ কর্মী ও ব্যাঙ্কের দুই নিরাপত্তারক্ষী নিহত হন। গত মাসে কুলগামের ইয়ারিপোরায় এক কনস্টেবলকে হত্যার ঘটনাতেও সে জড়িত ছিল বলে পুলিশের সন্দেহ।