Cardiac Arrest

শ্রীনগরে জঙ্গিদমন অভিযানে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত সেনা জওয়ান, তল্লাশি চালানোর সময় মৃত্যু

সেনা সূত্রে খবর, জঙ্গিদের খোঁজে শুক্রবার সকালে হারওয়ানের ফকির গুরজি এলাকার জঙ্গলে তল্লাশি চালানো হচ্ছিল। আচমকাই অসুস্থ বোধ করেন যশবিন্দর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৯
Share:

জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান সেনার। প্রতিনিধিত্বমূলক ছবি।

জঙ্গিদমন অভিযানে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সেনা জওয়ানের। সেনা সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ডাচিগাম এলাকায় একটি জঙ্গলে তল্লাশি চালাচ্ছিল সেনা। ওই দলে ছিলেন ৩৪ অসম রাইফেলসের জওয়ান যশবিন্দর সিংহ।

Advertisement

সেনা সূত্রে খবর, জঙ্গিদের খোঁজে শুক্রবার সকালে হারওয়ানের ফকির গুরজি এলাকার জঙ্গলে তল্লাশি চালানো হচ্ছিল। আচমকাই অসুস্থ বোধ করেন যশবিন্দর। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অসম রাইফেলসের ওই জওয়ানের। তবে ঠিক কী কারণে মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার থেকেই ডাচিগামের জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা। লস্কর জঙ্গিগোষ্ঠীর কয়েক জন সদস্য ওই জঙ্গলে আশ্রয় নিয়েছে, এই খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু করে সেনা। দু’পক্ষের গুলির লড়াইয়ে জুনেইদ আহমেদ ভাট নামে এক জঙ্গি নিহত হয়। ভাটের সঙ্গীদের খোঁজে গত কয়েক দিন ধরেই ওই জঙ্গলে তল্লাশি চালাচ্ছে সেনা। শুক্রবারও তল্লাশি অভিযান চলছিল। সেই সময়েই জওয়ান যশবিন্দরের মৃত্যু হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement