ফাইল চিত্র।
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল তিন হিজবুল জঙ্গি। নিহতদের মধ্যে হিজবুল কম্যান্ডার হামাদ খান রয়েছে বলে মনে করছে সেনা।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সকালে পুলওয়ামার ত্রালের গুলশনপোরায় অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায় তারা। সে সময়ই যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়।
সেনা সূত্রে খবর, অভিযানের আভাস পেয়েই এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে জঙ্গিরা। কিন্তু যৌথবাহিনী গোটা এলাকা ঘিরে রাখার ফলে পালাতে ব্যর্থ হয় জঙ্গিরা। যৌথবাহিনী ঘিরে ফেলায় কোণঠাসা হয়ে পড়ে তারা। তখনই বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে জঙ্গিরা। সে সময়ই বাহিনীর গুলিতে মৃত্যু হয় তিন জঙ্গির। আর কোনও জঙ্গি এলাকায় লুকিয়ে আছে কিনা তা খতিয়ে গুলশনপোরা ও পার্শ্ববর্তী এলাকায় চিরুণি তল্লাশি চালায় সেনা।
আরও পড়ুন: শ্রীনগরে জঙ্গিদের সঙ্গে একই গাড়ি থেকে গ্রেফতার রাষ্ট্রপতি পদকজয়ী পুলিশ অফিসার
আরও পড়ুন: শ্রমিকের মুণ্ড কাটার পিছনে পাকিস্তানের হাত, দাবি ভারতীয় সেনার
অন্য দিকে, এ দিন সকালেই কুলগামের ওয়াংপোতে রাষ্ট্রপতি পদকজয়ী এক পুলিশ অফিসার ও দুই হিজবুল জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ।