গুয়াহাটিতে রেল লাইনে তল্লাশি। ছবি: পিটিআই।
ইঙ্গিতটা মিলেছিল আগেই। এ বার হাতেনাতে বড়সড় নাশকতার প্রমাণ মিলল। যদিও জঙ্গিদের নাশকতার সেই ছক বানচাল করে দিয়েছে সেনা।
বৃহস্পতিবার গভীর রাতে সেনা ও পুলিশের একটি যৌথ বাহিনী অসমের কোকরাঝাড়ে রেললাইন থেকে উদ্ধার করে আই ই ডি বিস্ফোরক। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মারা যায় এক জঙ্গি।
সেনা সূত্রে খবর, রাতেই কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন (কেএলও) গোষ্ঠীর জঙ্গিদের কোকরাঝাড়ে রেললাইনে বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্য ছিল। সেইমতো রেল লাইনের উপরে তারা আই ই ডি রেখে দেয়। জঙ্গিদের এই পরিকল্পনার কথা আগেই জানা ছিল সেনার। জঙ্গিরা যখন রেল লাইনে বিস্ফোরক রাখছিল, সেই সময়ে অসম পুলিশ ও সেনা পৌঁছে যায়। সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলে। মৃত্যু হয় এক জঙ্গির। ঘটনাস্থল থেকে একটি সাত কেজির আই ই ডি, পিস্তল, এক রাউন্ড গুলি, দু’টি গ্রেনেড উদ্ধার করেছে সেনা।