ভোরে জঙ্গি হানা আর তার পর জঙ্গি ধরার সেনা অভিযান নিয়ে বৃহস্পতিবার কার্যত, রণক্ষেত্র হয়ে উঠল কাশ্মীরের কুপওয়ারা সেক্টর। ভোরে সেনা ছাউনি লক্ষ্য করে আত্মঘাতী জঙ্গি হানায় সেনাবাহিনীর এক ক্যাপ্টেন সহ তিন জওয়ান প্রাণ হারান। গুরুতর জখম হন সাত জওয়ান। বেলা বাড়লে নিহত জঙ্গিদের দেহ ফেরত পাওয়ার দাবিতে সেনা জওয়ানদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে স্থানীয় জনতা। শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ। বিক্ষোভকারীদের সরাতে সেনাবাহিনী গুলি চালালে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়।
ভোরের আলো ফুটতে না ফুটতেই এ দিন নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ১০ কিলোমিটার ভেতরে একটি সেনা ক্যাম্পে আত্মঘাতী জঙ্গি হামলায় রক্তাক্ত হয় কাশ্মীর। হামলায় নিহত হন তিন জওয়ান। নিহতদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর এক ক্যাপ্টেন আয়ুষ যাদব। সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। চার ঘণ্টার গুলিযুদ্ধে মৃত্যু হয় দুই জঙ্গির। আরও এক জঙ্গি গুরুতর জখম হয়েছে। তবে, সেনাবাহিনীর সন্দেহ, আহত জঙ্গিটি কোথাও গা ঢাকা দিয়েছে। তার জন্য জোর তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। জঙ্গিদের কাছ থেকে তিনটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছেন সেনা জওয়ানরা। পাওয়া গিয়েছে ৯টি ম্যাগাজিন, প্রচুর হ্যান্ড গ্রেনেড আর একটি ম্যাট্রিক্স শিট।
আরও পড়ুন- কাশ্মীরে সেনা ক্যাম্পে জঙ্গি হানা, নিহত এক অফিসার, দুই জওয়ান