সেনাকুকুর ফ্যান্টম। ছবি: সংগৃহীত।
জঙ্গিদমন অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল সেনাকুকুর ফ্যান্টমের। সোমবার জম্মু-কাশ্মীরের আখনুরে জঙ্গিদমন অভিযানে যায় সেনা। সেই দলে ছিল ফ্যান্টম। মূলত জঙ্গিদমন অভিযানেই তাকে নিয়ে যাওয়া হয়। কারণ সে ভাবেই তাকে প্রশিক্ষিত করা হয়েছিল। সোমবারেও আখনুরে ফ্যান্টমকে নিয়ে যায় সেনার ১৬ কোর। যা ‘হোয়াইট নাইট কোর’ নামে পরিচিত।
সেনা সূত্রে খবর, জঙ্গিদের ঘিরে ফেলা হয়েছিল। গুলি ছুড়তে ছুড়তে যখন তারা জঙ্গিদের এগোচ্ছিল, সেই অভিযানের একেবারে সামনের সারিতে ছিল ফ্যান্টম। আচমকাই জঙ্গিদের একটি গুলি ফ্যান্টমের শরীর ভেদ করে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ফ্যান্টমের। বেলজিয়াম ম্যালিনয়েস প্রজাতির এই কুকুর বহু জঙ্গিদমন অভিযানে সেনার সঙ্গী ছিল। বেশ কয়েকটি বিপজ্জনক অভিযানের সাক্ষী ছিল ফ্যান্টম। সেই সঙ্গীকে হারিয়ে শোকবার্তা দেওয়া হয়েছে সেনার তরফে।
‘হোয়াইট নাইট কোর’ এক গুরুত্বপূর্ণ সদস্যকে হারাল। ফ্যান্টম অত্যন্ত সাহসী এবং সত্যিকারের নয়ক ছিল। জঙ্গিদের ঘিরে ফেলে অভিযান চালানোর সময়েই তাদেরই ছোড়া একটি গুলিতে ফ্যান্টম গুরুতর জখম হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়। ফ্যান্টমের আনুগত্য, সাহস এবং নিষ্ঠাকে আজীবন মনে রাখা হবে। সমাজমাধ্যমে এমনই শোকবার্তা দিয়েছে সেনার ‘হোয়াইট নাইট কোর’।
সেনা সূত্রে খবর, চার বছর বয়স হয়েছিল ফ্যান্টমের। ২০২০ সালের ২৫ মে জন্ম তার। সেনার কে ৯ ইউনিটের হয়েও কাজ করেছে ফ্যান্টম। সেখানে ‘অ্যাসল্ট ডগ’ হিসাবেই তাকে মনোনীত করা হয়। তার পর জঙ্গিদমন অভিযানের জন্য প্রশিক্ষণও দেওয়া হয়। সোমবার আখনুরের সুন্দরবান্দি সেক্টরে সেনাগাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা। তার পরই অভিযানে নামে সেনা। তাদের গুলিতে এক জঙ্গি নিহত হয়। বাকি জঙ্গিদের খোঁজে মঙ্গলবারও তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা। সূত্রের খবর, সোমবার থেকে শুরু হওয়া সেই অভিযানে এখনও পর্যন্ত তিন জঙ্গি নিহত হয়েছে। সেমবার এক জঙ্গির মৃত্যু হয়েছিল। মঙ্গলবার আরও দুই জঙ্গি সেনার গুলিতে নিহত হয়েছে বলে জানা গিয়েছে।