মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। ছবি: সংগৃহীত।
দীর্ঘ দিন ধরেই তাঁর বিরুদ্ধে আমেরিকা এবং দুবাই থেকে অস্ত্র পাচারের অভিযোগ ছিল। আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে জড়়িত সন্দেহে সেই মুকন্দ সিংহকে সোমবার গ্রেফতার করল দিল্লি পুলিশ।পঞ্জাব এবং দিল্লির বিভিন্ন গ্যাংস্টার এবং খলিস্তানপন্থীদের মুকন্দ অস্ত্র সরবরাহ করত বলে দিল্লি পুলিশের দাবি। এমনকি, কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসেওয়ালা খুনের দায়ে অভিযুক্ত লরেন্স বিষ্ণোই গ্যাংকেও সে অস্ত্র বিক্রি করেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের তদন্তকারীদের কাছে খবর এসেছিল আন্তর্জাতিক অস্ত্র সরবরাহকারী সিন্ডিকেটের একজন সদস্য লরেন্স বিষ্ণোই-কালা জাথেদি গ্যাংয়ের সদস্যদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করতে সরাই কালে খান বাস টার্মিনালের কাছে আসবে। সেই খবরের ভিত্তিতে তদন্ত করেই ধরা হয় মুকন্দকে।