অর্চনা নাগের বিলাসবহুল বিদেশি গাড়ি। — ফাইল চিত্র।
ওড়িশার ‘সিরিয়াল ব্ল্যাকমেলার’ অর্চনা নাগের বিলাসবহুল বিদেশি গাড়িটিও হুমকি দিয়েই আদায় করা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীদের একাংশ। তাঁদের মতে, যৌনতার ফাঁদে পড়া কোনও ধনকুবেরের থেকেই গাড়িটি আদায় করেছিলেন ধৃত অর্চনা।
এরই মধ্যে সোমবার অর্চনাকে ঘিরে রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে ওড়িশা রাজনীতিতে। কেন্দ্রীয় মন্ত্রী তথা ওড়িশায় বিজেপি নেতা বিশ্বেশ্বর টুডু সোমবার অভিযোগ করেছেন, সে রাজ্যের শাসকদল বিজেডির একাংশের সাহায্যেই যৌন প্রতারণা চক্র চালাতেন অর্চনা এবং তাঁর স্বামী জগবন্ধু চাঁদ।
শুক্রবার রাতে ভুবনেশ্বরের উপকণ্ঠে মঞ্চেশ্বর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকার একটি নির্জন স্থানে অর্চনার নামে রেজিস্ট্রি করা ওই বিদেশি গাড়িটি পড়ে থাকতে দেখে পুলিশ। এর পর খবর দেওয়া হয় তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-কে। গাড়িটি হেফাজতে নিয়ে খোঁজখবর শুরু করে ইডি।
প্রসঙ্গত, প্রভাবশালীদের যৌনতার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে চলতি বছরের অক্টোবর মাসে গ্রেফতার করা হয় অর্চনাকে। পুলিশ সূত্রে খবর, সহজে বেশি টাকা উপার্জনের রাস্তা খুঁজতে গিয়েই বিত্তবান ও প্রভাবশালীদের যৌনতার ফাঁদে ফেলে তাঁদের ব্ল্যাকমেলের রাস্তা বেছেছিলেন ওই দম্পতি। ব্ল্যাকমেলের ‘কারবারে’ তাঁরা অন্তত ৩০ কোটি টাকা কামিয়ে নিয়েছিলেন বলে ইডির একটি সূত্রের দাবি।