Shikara in Dal Lake

অ্যাপ সার্ভিস চালু কাশ্মীরে ডাল হ্রদের শিকারায়, ঘুরতে গিয়ে অনলাইনে বুক করে নিতে পারবেন নিজেরাই

কাশ্মীরে পর্যটকদের কাছে ডাল হ্রদে শিকারা বিহার অন্যতম আকর্ষণ। এ বার থেকে অনলাইনে বুক করা যাবে শিকারা। শ্রীনগরের ডাল হ্রদে শিকারাতেও চালু হল অ্যাপ সার্ভিস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৩:১২
Share:

শ্রীনগরের ডাল হ্রদে শিকারা বিহার পর্যটকদের। —ফাইল চিত্র।

জম্মু ও কাশ্মীরে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ শ্রীনগরের ডাল হ্রদে শিকারা বিহার। এ বার থেকে শিকারায় ডাল হ্রদ ঘুরে দেখার জন্য আরও বেশি সুবিধা পাবেন পর্যটকেরা। ডাল হ্রদেও এ বার থেকে অ্যাপের মাধ্যমে বুক করা যাবে শিকারা। সোমবার একটি অ্যাপ-নির্ভর পরিবহণ সংস্থা এই পরিষেবা চালু করেছে। আগে পর্যটকদের শিকারায় ভ্রমণের জন্য দরদাম করতে হত। এ বার অ্যাপ সার্ভিস চালু হওয়ায় তা থেকে কিছু রেহাই পেতে পারেন কাশ্মীরে ঘুরতে যাওয়া পর্যটকেরা। শিকারা অগ্রিম বুকিংয়ের সুবিধাও দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। ১৫ দিন আগে থেকে শিকারা ভাড়া করে রাখতে পারবেন পর্যটকেরা।

Advertisement

ভারতের জলপথে এই প্রথম কোনও অ্যাপ-নির্ভর পরিবহণ সংস্থা পরিষেবা চালু করল। ওই সংস্থার দাবি, পর্যটকদের সুবিধা এবং কাশ্মীরের সাধারণ মানুষের আর্থিক উন্নতির জন্য তারা শিকারা পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। যাত্রার ১৫ দিন আগে থেকে ১২ ঘণ্টা আগে পর্যন্ত অগ্রিম বুকিং করা যাবে। ডাল হ্রদের ১৬ নম্বর শিকারা ঘাট থেকে এই পরিষেবা মিলবে। সংস্থা জানিয়েছে, এই শিকারা পরিষেবার জন্য যাত্রীদের ভাড়ার কোনও অংশ শিকারাচালকের থেকে কাটা হবে না। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ভাড়ার পুরো টাকাই শিকারাচালক পাবেন। কাশ্মীরে পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত সাধারণ মানুষের আর্থিক উন্নতির কথা ভেবে এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি সংস্থার।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আপাতত সাতটি শিকারাকে নিয়ে এই অ্যাপ-নির্ভর পরিষেবা দেওয়া শুরু করেছে সংস্থা। পরে শিকারার সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। শিকারা বিহারের জন্য ভাড়াও সরকারের বেঁধে দেওয়া ভাড়ার মধ্যেই থাকবে বলে জানিয়েছে সংস্থা। সংস্থার মাধ্যমে বুক করা শিকারায় চার জন পর্যটক ভ্রমণ করতে পারবেন। ভারতের বাইরে এই ধরনের অ্যাপ-নির্ভর জলপথ পরিষেবা আগে থেকেই চালু রয়েছে। যেমন ইটালির ভেনিসে এই অ্যাপ ক্যাব সংস্থার জলপথ পরিষেবা রয়েছে। স্পেনের ইবিজ়ায় ছোট প্রমোদতরী পরিষেবাও দেয় এই সংস্থা। তবে ভারতে এই প্রথম বার এমন কোনও পরিষেবা চালু করল অ্যাপ নির্ভর পরিবহণ সংস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement