COVID-19

হেপাটাইটিসের ওষুধ ভিরাফিন দেওয়া যাবে কোভিড রোগীদের, জানাল ডিসিজিআই

ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে ভিরাফিন-এর একটি ডোজেই কাজ হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ১৬:৪৬
Share:

প্রতীকী ছবি।

মাঝারি ভাবে কোভিডে সংক্রমিত হয়েছেন, এমন প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে জরুরি প্রয়োজনে এ বার ভাইরাস প্রতিরোধী ওষুধ (অ্যান্টিভাইরাল ড্রাগ) ‘ভিরাফিন’ ব্যবহার করা যাবে। এ ব্যাপারে দেশের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই)-এর অনুমোদন মিলেছে বলে ওই ওষুধের প্রস্তুতকারক সংস্থা ‘জাইডাস ক্যাডিলা’-র তরফে শুক্রবার ঘোষণা করা হয়েছে।

Advertisement

সংস্থার তরফে এও জানানো হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে ভিরাফিন-এর একটি ডোজেই কাজ হচ্ছে। ভিরাফিন-এর বৈজ্ঞানিক নাম- ‘পেগিলেটেড ইন্টারফেরন আলফা-২বি’।

হেপাটাইটিস-সি রোগের চিকিৎসায় ১০ বছর আগে ভিরাফিন চালু হয়েছিল ভারতে। এখন ওষুধটিকে কোভিডের চিকিৎসাতেও ব্যবহারের পথ খুলে গেল।

Advertisement

জাইডাস ক্যাডিলা-র তরফে দাবি করা হয়েছে, মাঝারি ভাবে কোভিডে আক্রান্ত হয়েছিলেন এমন রোগীদের ভিরাফিন দেওয়ার পর তাঁদের শরীরে অক্সিজেনের মাত্রা বেড়েছে। দেখা গিয়েছে তাঁদের মধ্যে ৯১.১৫ শতাংশেরই সপ্তাহখানেক পর আরটি-পিসিআর পরীক্ষায় কোভিড নেগেটিভ হয়েছে।

হেপাটাইটিস-সি রোগের চিকিৎসায় ১০ বছর আগে ভিরাফিন চালু হয়েছিল ভারতে। এখন ওষুধটিকে কোভিডের চিকিৎসাতেও ব্যবহারের পথ খুলে গেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement