হাসানপুর গ্রামে কিশোরকে ধাওয়া করে ছিঁড়ে খায় কুকুরগুলি। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
পঞ্জাবের লুধিয়ানার গ্রামে আরও এক কিশোরকে ছিঁড়ে খেল কুকুরের দল। হরসুখপ্রীত সিংহ নামে ওই কিশোরের বয়স ১১ বছর। শনিবার হাসানপুর গ্রামে তাকে ধাওয়া করে ছিঁড়ে খায় কুকুরগুলি। দিন কয়েক আগে ওই গ্রামেই ১০ বছরের এক কিশোরকে একই ভাবে ছিঁড়ে খায় কয়েকটি কুকুর।
পুলিশের ডেপুটি সুপার (মুল্লানপুর দাখা) বরেন্দ্রসিংহ খোসা জানিয়েছেন, হরসুখপ্রীতের বাবা কৃষক। সে বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। গ্রামের সীমানায় রয়েছে হরসুখপ্রীতের বাড়ি। বাড়ির চারপাশে কোনও দেওয়াল নেই। নিজেদের উঠোনেই শনিবার খেলা করছিল সে। তখন একদল কুকুর তার উপরে ঝাঁপিয়ে পড়ে। চিৎকার শুনে ছুটে আসেন কিশোরের বাবা-মা। কুকুরগুলিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেন।
এর পরেই হরসুখপ্রীতকে হাসপাতালে নিয়ে যান তাঁর বাবা-মা। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরে ফিরোজপুর সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, ওই গ্রামে একটি ভাগাড় রয়েছে। সেই জন্য সেখানে জড়ো হয় কুকুরগুলি। প্রশাসনকে এই নিয়ে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। ওই ভাগাড় সরিয়ে নেওয়ার দাবিতে পথ অবরোধ করেন তাঁরা। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ সরিয়ে নেন তাঁরা।