অণ্ণা হজারে (বাঁ দিকে) অভিযোগ জানিয়ে চিঠি দিলেন কেজরীবালকে (ডান দিকে)।
অতীতে এক সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়েছিলেন অণ্ণা হজারে এবং অরবিন্দ কেজরীবাল। সেই সহযোদ্ধা কেজরীর দিকে দিল্লির নতুন আবগারি নীতি নিয়ে আঙুল তুলে এ বার চিঠি লিখলেন অণ্ণা হাজারে। দু’ পাতার চিঠিতে লোকপাল আন্দোলনের কথা মনে করিয়ে অভিযোগ করলেন, দিল্লির মুখ্যমন্ত্রীর কথায় এবং কাজে অনেক ফারাক।
লোকপাল, লোকায়ুক্তের দাবিতে আন্দোলন করেছিলেন অণ্ণা এবং কেজরীবাল। সেই মঞ্চ থেকে জন্ম হয়েছিল আম আদমি পার্টির (আপ)। সে কারণেই কেজরীর থেকে তাঁর অনেক আশা ছিল বলে জানিয়েছেন অণ্ণা। চিঠিতে লিখেছেন, ‘দিল্লি সরকারের থেকে এ রকম নীতি আশা করিনি। সম্ভবত অর্থ এবং ক্ষমতার সেই অসৎ চক্রেই আটকে গিয়েছে লোক জন।’
৮৫ বছরের অণ্ণা লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনি লোকপাল এবং লোকায়ুক্ত ভুলেই গিয়েছেন, যা ছিল দুর্নীতি-বিরোধী আন্দোলনের ভিত্তি। নিজের বিধানসভায় এক বারও লোকায়ুক্ত পদ তৈরির চেষ্টাই করেননি। এ বার আপনার সরকার এমন এক নীতি আনল, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে। মহিলাদেরও সমস্যায় ফেলবে।’’
অণ্ণা অভিযোগ করেছেন, নতুন এই আবগারি নীতি চালু করে রাজধানীতে যত্রতত্র মদের দোকান খোলার অনুমোদন দিয়েছে কেজরী সরকার। এর ফলে দুর্নীতি বাড়বে। অণ্ণা লিখেছেন, ‘এর থেকেই স্পষ্ট আপনার কথা এবং কাজে কতটা ফারাক।’