ফাইল ছবি
অভিযোগের বিরুদ্ধে পাল্টা মামলার পথে হাঁটছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তাঁর বিরুদ্ধে ঘুষ এবং তোলাবাজির অভিযোগ তোলা মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিংহের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিলেন তিনি। সংবাদ মাধ্যমে দেশমুখ জানিয়েছেন, ‘‘পরমবীরের তোলা সমস্ত অভিযোগই মিথ্যা। অভিযোগের কোনও প্রমাণ নেই। সেই কারণেই ওঁর বিরুদ্ধে মানহানির মামলা করব।’’
তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেই টুইটারে সরব হয়েছিলেন অনিল। তিনি লিখেছিলেন, ‘প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিংহ নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। মুকেশ অম্বানী ও মনসুখ হিরণের মামলায় সচিন ওয়াজের যোগাযোগ যত স্পষ্ট হচ্ছে, ততই নিজেকে বাঁচাতে চাইছেন পরম। এর থেকেই প্রমাণিত হয়, তদন্ত ঠিক পথে চলছে ও পরমবীরের দিকে ইঙ্গিত করছে’। তাঁর আরও প্রশ্ন, এত দিন পরে কেন এ সব নিয়ে প্রশ্ন তুলছেন পরমবীর। চাইলে তখনই তো সবাইকে সব জানাতে পারতেন!
যদিও মহারাষ্ট্র সরকারের এই কথায় বিরোধী বিজেপি শান্ত হয়নি। সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস দাবি করেছেন, ‘‘এই ঘটনার পরে হয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। অথবা উদ্ধব ঠাকরের উচিত তাঁকে সরিয়ে দেওয়া।’’
শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত অবশ্য বিষয়টি কিছুটা এড়িয়েই গিয়েছেন। তাঁর দাবি, ‘‘আমি এই বিষয়ে কিছুই জানি না। যে হেতু বিষয়টি সরকারের নজরদারিতে রয়েছে, তাই আমার এই বিষয়ে কিছু বলা ঠিক হবে না। তা ছাড়া, আমি চিঠিটি ভাল করে পড়েই দেখিনি যে ওতে কী লেখা আছে।’’
মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর শনিবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে একটি চিঠি লিখে অভিযোগ করেন, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ তোলাবাজি করে মাসে ১০০ কোটি টাকা তোলার চেষ্টা করছিলেন। যা নিয়ে তোলপাড় হতে শুরু করে দেশের রাজনীতি।