NCP

৮ প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, শরদ সিদ্ধান্ত নিতে বললেন উদ্ধবকে

এনসিপি প্রধান জরুরি আলোচনার জন্য ডেকে পাঠিয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার, জয়ন্ত পাটিল, ও শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২১ ১৬:৩৫
Share:

ফাইল ছবি

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের পাল্টা ৮ প্রশ্ন ছুড়ে দিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। অনিলের বিরুদ্ধে ঘুষ ও তোলাবাজির অভিযোগ তুলেছিলেন মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার পরমবীর সিংহ। সেই অভিযোগের উত্তরে পাল্টা ৮ দফার প্রশ্ন সাজিয়ে অনিল দাবি করলেন, ‘‘পরমবীর এই প্রশ্নের উত্তরে কোনও যুক্তি দাঁড় করাতে পারবেন না। তার মানেই হল, ওঁর তোলা অভিযোগ একেবারেই ভিত্তিহীন।’’

Advertisement

বদলির বিষয়ে প্রথমেই অনিলের দাবি, পরমবীরের রুটিন বদলি হয়েছেন। নিয়ম অনুসারে বদলি করা হয়েছে। পরমবীরের উপস্থিতি অম্বানির বাড়ির সামনে রাখা বিস্ফোরকের তদন্তকে প্রভাবিত করতে পারত, সেই কারণেই নিয়ম মেনে বদলি করা হয়েছে। পরের দফায় অনিলের দাবি, ‘‘পরমবীর বলেছিলেন, তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধানকে পুরো বিষয়টি জানিয়েছিলেন। একজন পুলিশ কমিশনার হিসাবে সেই সময়ের কোনও লিখিত বয়ান তিনি রাখেননি কেন? এটাই প্রমাণ করে, তোলাবাজি ও ঘুষের অভিযোগের বিষয়টি তিনি পরে ভেবেছেন।’’ এমনই আরও বেশ কয়েকটি প্রশ্নে অনিল সরাসরি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে দায় চাপিয়েছেন পরমবীরের ঘাড়েই। পুরোটাই বানানো বলে মনে করেছেন তিনি।

অন্য দিকে, গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপি প্রধান শরদ পওয়ার। তিনি বলেছেন, ‘‘অভিযোগ ষথেষ্টই গুরুতর। নিজের মতো তদন্ত করে মহারাষ্ট্র সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক। অনিল দেশমুখের বিষয়ে উদ্ধব ঠাকরে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নিতে পারেন, ততই ভাল।’’

Advertisement

পাশাপাশি এনসিপি প্রধান জরুরি আলোচনার জন্য ডেকে পাঠিয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার, জয়ন্ত পাটিল, ও শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে। বিকেলের পর মহারাষ্ট্র মন্ত্রিসভার সব এনসিপি মন্ত্রীদের সঙ্গেও আলাদা করে শরদ আলোচনা করবেন বলে জানা গিয়েছে। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেছেন, ‘‘আমাদের শরদজির উপর ভরসা আছে। আমি দিল্লি যাচ্ছি। উনি নিশ্চিত সঠিক সিদ্ধান্ত নেবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement