Andhra Pradesh Incident

পরকীয়ায় জড়িয়েছেন স্বামী, যুবক এবং তাঁর প্রেমিকার চুল কাটিয়ে গ্রামে ঘোরালেন স্ত্রী

তরুণী জানিয়েছেন, তাঁর স্বামী গ্রামের এক বিবাহবিচ্ছিন্না মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এ কথা জানতে পেরে তিনি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং যুগলকে ‘শাস্তি’ দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ ০৯:২৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন বলে সন্দেহ হতেই রণমূর্তি ধারণ করলেন স্ত্রী। স্বামীর প্রেমিকাকে খুঁজে বার করে দু’জনকে একসঙ্গে গ্রামের রাস্তায় হাঁটালেন। কেটে দেওয়া হল তাঁদের চুলও।

Advertisement

অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার লেপক্ষী গ্রামের ঘটনা। সেখানকার বাসিন্দা নাজ়িয়া নামের এক তরুণী অভিযোগ করেছেন, তাঁর স্বামী হুসেন গ্রামের এক তরুণীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। শাবানা নামে ওই তরুণীর বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে বলেও জানান নাজ়িয়া। বিবাহবিচ্ছিন্না তরুণীর সঙ্গে স্বামীর গোপন সম্পর্কের কথা জানতে পেরেই বাপের বাড়িতে খবর দেন নাজ়িয়া। পরিবারের লোকজনের সঙ্গে মিলে স্বামী এবং তাঁর প্রেমিকাকে ‘শাস্তি’ দেওয়ার পরিকল্পনা করেন।

ওই যুগলের চুল কিছুটা কেটে দেওয়া হয় বলে অভিযোগ। তাঁদের হাত বেঁধে গ্রামের রাস্তায় হাঁটতে বাধ্য করা হয়। এর পর দু’জনকে থানায় নিয়ে যাচ্ছিলেন যুবকের শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু পথে তিনি পালিয়ে যান।

Advertisement

হিন্দুপুর সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিক জানিয়েছেন, যুগলকে হাঁটানোর সময় তাঁদের ভিডিয়ো রেকর্ড করা হয়। সেই ভিডিয়ো পরে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। নাজ়িয়া এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement