তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দিরে প্রসাদ বিতরণ করছেন চন্দ্রবাবু নায়ডু। ছবি: পিটিআই।
অন্ধ্রপ্রদেশের তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দিরে কেবল হিন্দু ধর্মাবলম্বীদেরই কাজ করা উচিত বলে জানালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ওই মন্দিরে কর্মরত অন্য ধর্মাবলম্বীদের অন্যত্র বদলি করা হবে।
নাতি দেবাংশ নায়ডুর জন্মদিন উপলক্ষে পুজো দিতে শুক্রবার তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দিরে গিয়েছিলেন চন্দ্রবাবু। সেখানে তিনি নিজের হাতে ভক্তদের প্রসাদ বিতরণ করেন। অন্ধ্রের শাসকদল তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবু বলেন, “অন্য ধর্মাবলম্বীরা যদি এখনও মন্দিরে কাজ করেন, তবে সম্মানের সঙ্গে তাঁদের অন্য জায়গায় বদলি করা হবে। কোনও খ্রিস্টান কিংবা ইসলাম ধর্মাবলম্বী যদি হিন্দু ধর্মস্থানে কাজ করতে না-চান, তবে তাঁদের ভাবাবেগকে সম্মান জানানো হবে এবং অন্যত্র বদলি করা হবে।”
প্রসঙ্গত, মন্দিরটির পরিচালন সংস্থা তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) মাস দুয়েক আগে ১৮ জন অ-হিন্দু কর্মীকে বদলি করে দেয়। তারও আগে লাড্ডু-বিতর্কের জেরে সংবাদ শিরোনামে উঠে এসেছিল এই মন্দির। শুক্রবার চন্দ্রবাবু জানান, তিরুপতি এলাকায় পূর্বতন ওয়াইএসআর কংগ্রেস সরকার যে তিন হোটেল সংস্থাকে জমি দিয়েছিল, তাদের কাছ থেকে জমিগুলি তিনি ফিরিয়ে নিচ্ছেন। অন্ধ্রের মুখ্যমন্ত্রী জানান, মন্দির এবং লাগোয়া এলাকার ‘বিশুদ্ধতা রক্ষা’ করতেই এই সিদ্ধান্ত।