Supreme Court of India

সুপ্রিম কোর্টের হুঁশিয়ারির পর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল অন্ধ্রপ্রদেশে

শীর্ষ আদালত বলেছিল, পরীক্ষা নিতে গিয়ে যদি এক জন পড়ুয়ারও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়, তা হলে রাজ্য সরকারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ২০:৪৭
Share:

চাপের মুখে পরীক্ষা বাতিল ফাইল চিত্র।

করোনা পরিস্থিতিতে বোর্ডের পরীক্ষা নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার পরেই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিল অন্ধ্রপ্রদেশ সরকার।

Advertisement

অন্ধ্রপ্রদেশের শিক্ষামন্ত্রী এ সুরেশ বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্যে পরীক্ষা নিয়ে ফল ঘোষণা করা সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

বৃহস্পতিবার শীর্ষ আদালত বলে, সরকারি সিদ্ধান্ত মেনে পরীক্ষা নিতে গিয়ে যদি এক জন পড়ুয়ারও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়, তা হলে রাজ্য সরকারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অন্ধ্র প্রশাসনকে শীর্ষ আদালত প্রশ্ন করে, কী করে সামাজিক দূরত্ব মেনে এত জনের পরীক্ষা নেওয়া সম্ভব? সরকার হিসাব দিয়েছে, একটি ঘরে ১৫-১৮ জন পড়ুয়া থাকবে। যদিও সেই দাবি মানতে চায়নি আদালত।

Advertisement

দ্বাদশের পরীক্ষা নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদনের শুনানিতে আদালত জানতে চায়, কোন ব্যক্তি বা গোষ্ঠী বোর্ড পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড পরীক্ষা নেওয়ার আগে কী ভাবে সব দিক খতিয়ে দেখা হয়েছে, তারও বিস্তারিত রিপোর্ট দিতে হবে বলে জানায় আদালত। তার পরেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় অন্ধ্রপ্রদেশ সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement