Maha Kumbh Bathing

কুম্ভে মহিলাদের স্নান এবং পোশাক বদলের ভিডিয়ো বিক্রির অভিযোগে ধৃত তিন, নিশানায় ১৭ অ্যাকাউন্ট

ধৃতদের মধ্যে এক ইউটিউবার রয়েছেন। তাঁর বিরুদ্ধে এর আগে হাসপাতালে মহিলা রোগীদের পরীক্ষার ভিডিয়ো সমাজমাধ্যমে ছডানোর অভিযোগে মামলা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫২
Share:

পূর্ণকুম্ভে পুণ্যস্নান। —ফাইল চিত্র।

প্রয়াগরাজের কুম্ভমেলায় মহিলাদের পুণ্যস্নান ও পোশাক বদলের ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে বিক্রির অভিযোগে তিন জনকে গ্রেফতার করল গুজরাত পুলিশ! তাঁদের মধ্যে দু’জনকে মহারাষ্ট্র এবং এক জনকে প্রয়াগরাজ থেকে ধরা হয়েছে বলে পুলিশসূত্রের খবর। ধৃতদের মধ্যে এক ইউটিউবার রয়েছেন। তাঁর বিরুদ্ধে এর আগে হাসপাতালে মহিলা রোগীদের পরীক্ষার ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করার অভিযোগে মামলা হয়েছিল।

Advertisement

উত্তরপ্রদেশ পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে মহারাষ্ট্রের লাতুর থেকে প্রোজ্জ্বল তাইলি এবং সাংলি থেকে প্রজ পাটিল নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের জেরা করে পাওয়া তথ্যর ভিত্তিতে শুক্রবার চন্দ্রপ্রকাশ ফুলচাঁদ নামে প্রয়াগরাজের ওই ইউটিউবারকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন অহমদাবাদ পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগের ডেপুটি কমিশনার লভীনা সিংহ।

পুলিশ সূত্রে খবর, গত ১৭ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রথম অভিযোগ জমা পড়েছিল। একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মহিলাদের স্নানের ভিডিয়ো আপলোড করা হচ্ছে বলে অভিযোগ জানানো হয়। তার পর বুধবার আরও একটি অভিযোগ জমা পড়ে। একটি টেলিগ্রাম অ্যাকাউন্টে মহিলাদের স্নানের ভিডিয়ো বিক্রি হচ্ছে বলে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের সূত্র ধরেই দু’টি অ্যাকাউন্টকে প্রাথমিক ভাবে চিহ্নিত করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। মহিলাদের স্নানের দৃশ্য প্রচারের অভিযোগে চন্দ্রপ্রকাশের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আরও কয়েকটি ইউটিউব চ্যানেল এবং সমাজমাধ্যম অ্যাকাউন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে গুজরাত পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement