Steadfast Dart 2025

ট্রাম্পের ভরসায় না থেকে যুদ্ধের প্রস্তুতি নেটোর! ইউক্রেন সীমান্তে ‘স্টেডফাস্ট ডার্ট ২০২৫’

চলতি সপ্তাহেই ব্রিটেন, ফ্রান্স-সহ ইউরোপের ন’টি দেশের ১০ হাজারের বেশি সেনা ইউক্রেন-রোমানিয়ার মাটিতে শুরু করেছে সর্বাঙ্গীণ যুদ্ধের মহড়া। পরবর্তী ধাপে সেনা মোতায়েন হতে পারে ইউক্রেনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২২
Share:
ইউক্রেন সীমান্তে যুদ্ধের মহড়া নেটোর।

ইউক্রেন সীমান্তে যুদ্ধের মহড়া নেটোর। —ফাইল চিত্র।

রুশ সেনার হামলা ঠেকাতে ইউক্রেনকে আর সামরিক সাহায্য পাঠাবে না আমেরিকা। ইতিমধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা স্পষ্ট করে দিয়েছেন। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের ভরসায় না থেকে সক্রিয় ভাবে কিভের পাশে দাঁড়াল সামরিক জোট নেটোর ইউরোপীয় সদস্যরাষ্ট্রগুলি?

Advertisement

চলতি সপ্তাহেই ব্রিটেন, ফ্রান্স-সহ ইউরোপের ন’টি দেশের ১০ হাজারের বেশি সেনা রোমানিয়ার মাটিতে শুরু করেছে সর্বাঙ্গীণ যুদ্ধের মহড়া। ইউক্রেন সীমান্তের মাত্র ২৫ কিলোমিটার দূরে ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্দেশ্যে শুরু হওয়া ওই মহড়ার পোশাকি নাম ‘স্টেডফাস্ট ডার্ট ২০২৫’।

শুধু রোমানিয়া নয়, আগামী ছ’সপ্তাহ ধরে ওই মহড়া চলবে পূর্ব ইউরোপের আর এক দেশ বুলগেরিয়াতেও। সেই সঙ্গে কৃষ্ণসাগর অঞ্চলে মোতায়েন রুশ নৌবহরকে চাপে ফেলতে গ্রিসকেও অন্তর্ভুক্ত করা হয়েছে ‘স্টেডফাস্ট ডার্ট ২০২৫’-এ। কয়েকটি পশ্চিমি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি, পরবর্তী পর্যায়ে রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের মাটিতেও সেনা মোতায়েন করার পরিকল্পনা রয়েছে নেটোর সদস্য ইউরোপীয় দেশগুলির। এই পরিস্থিতিতে ট্রাম্পের আমন্ত্রণে আমেরিকা সফরে যাওয়ার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ শুক্রবার বলেন, ‘‘আমরা সর্বতোভাবে ইউক্রেনের পাশে থাকব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement