Rahul Gandhi

রাহুল গান্ধীকে তলব করল পটনার বিশেষ আদালত, বিতর্কে সেই মোদী পদবি

২০১৯ সালে বিহারের তৎকালীন উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদী রাহুলের বিরুদ্ধে ‘মোদী পদবি’ নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে পটনার ওই বিশেষ আদালতে মানহানির মামলা দায়ের করেন।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ২১:২৬
Share:

আগামী ১২ এপ্রিল রাহুল গান্ধীকে পটনার আদালতে হাজির হতে হবে। — ফাইল চিত্র।

‘মোদী’ পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এ বার রাহুল গান্ধীকে হাজিরা দিতে বলল জনপ্রতিনিধিদের জন্য নির্দিষ্ট আদালত। আগামী ১২ এপ্রিল তাঁকে পটনার আদালতে হাজির হতে হবে। ২০১৯ সালে বিহারের তৎকালীন উপমুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদী রাহুলের বিরুদ্ধে ‘মোদী পদবি’ নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে পটনার ওই বিশেষ আদালতে মানহানির মামলা দায়ের করেন। কংগ্রেস নেতাকে আদালত ওই বছর ৬ জুলাই জামিনও দিয়েছিল। সেই মামলাতেই পুনরায় আদালত তাঁকে তলব করেছে।

Advertisement

বর্তমানে রাজ্যসভার সাংসদ সুশীল সে সময় অভিযোগ করেছিলেন, রাহুল অনগ্রসর শ্রেণির অবমাননা করেছেন আসন্ন নির্বাচনে তাঁরা এর প্রতিশোধ নেবেন। গত সপ্তাহেই সুরতের একটি আদালত অনুরূপ অভিযোগে দোষী সাব্যস্ত করেছে রাহুলকে। ওই অভিযোগটি করেছিলেন গুজরাতের বিধায়ক পূর্ণেশ মোদী। আদালতের রায়ে ২ বছরের জেল হয় রাহুলের। ওই রায়ের প্রেক্ষিতে কেরলের ওয়েনাড লোকসভা আসনে রাহুলের সাংসদপদটিও খারিজ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

সাংসদপদ খারিজ হওয়া নিয়ে অবশ্য তিনি বিব্রত নন বলে জানিয়েছেন রাহুল। তাঁর কথায়, ‘‘আমার সাংসদপদ যদি চিরতরেও খারিজ হয়ে যায় আমার কিছু আসে যায় না। কারণ আমার তপস্যা হল মানুষের সঙ্গে কাজ করা। সারাজীবনের জন্য আমার পদ খারিজ করুন আমাকে জেলে ভরুন।’’সাংসদপদ খারিজের পর সরকারি বাংলোও খালি করে দিতে বলা হয়েছে। নয়া দিল্লির ১২ তুঘলক রোডের ওই বাংলোতে রাহুল ছিলেন ২০০৫ সাল থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement