Jammu and Kashmir

জম্মুর পুঞ্চে নিয়ন্ত্রণরেখায় পাতা ল্যান্ডমাইনে পা, বিস্ফোরণে মৃত্যু হল এক জওয়ানের

নিয়ন্ত্রণেখায় ওই ল্যান্ডমাইন পাক মদতপুষ্ট জঙ্গিরা বিছিয়েছিল কি না, সে বিষয়ে সেনার তরফে কিছু জানানো হয়নি। জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর সহকর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ২৩:১৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হল ভারতীয় সেনার এক জওয়ানের। সোমবার ঘটনাটি ঘটেছে উপত্যকার পুঞ্চ এলাকায়।

Advertisement

সেনা সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া ওই অঞ্চলে নিয়মমাফিক টহল দিচ্ছিলেন ভারতীয় সেনার ২৫ রাষ্ট্রীয় রাইফেলসের হাবিলদার ভি সুব্বাইয়া ভারিকুন্তা। সে সময় আচমকাই একটি ল্যান্ডমাইনে পা পড়ে যায় তাঁর। সঙ্গে সঙ্গে সেটি ফেটে যায়। ছিটকে পড়েন ওই জওয়ান। বিষয়টি নজরে আসতে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান অন্য জওয়ানেরা। যদিও তাঁকে বাঁচানো যায়নি।

নিয়ন্ত্রণেখায় ওই ল্যান্ডমাইন পাক মদতপুষ্ট জঙ্গিরা বিছিয়েছিল কি না, সে বিষয়ে সেনার তরফে কিছু জানানো হয়নি। নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে সেনার তরফে নির্দিষ্ট কিছু এলাকায় ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়। ভুলবশত তারই কোনও একটিতে পা পড়তে পারে ভারতীয় সেনার ওই জওয়ানের। তবে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মীদের মধ্যে। পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন সেনার উচ্চপদস্থ অফিসারেরা।

Advertisement

গত বছরও জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে অনুরূপ ঘটনা ঘটেছিল। সে বার ল্যান্ডমাইন বিস্ফোরণে এক জওয়ান আহত হয়েছিলেন। চিকিৎসকদের চেষ্টায় প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement