অটিজমে আক্রান্ত মহারাষ্ট্রের কল্যাণের বাসিন্দা মিহির কাপসে। ছবি সংগৃহীত
বাচ্চার বয়স যখন ১০, তখন মা-বাবা বুঝতে পারেন ছেলে অটিজমে আক্রান্ত। সাময়িক ভাবে ভেঙে পড়েছিলেন তারা। কিন্তু হাল ছেড়ে দেননি। সেই হাল না ছাড়ার পুরস্কার তাঁরা পেলেন এত বছর পর।
২৫ বছরের মিহির কাপসে মহারাষ্ট্রের কল্যাণের বাসিন্দা। ছোটবেলা অটিজমে আক্রান্ত হলেও তাঁর নেট পরীক্ষার ফলে চমকে গিয়েছেন অনেকেই। ২০১৮ সালের নেট পরীক্ষায় ৯৯.৯৭ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। মিহির এখন জেপি মর্গ্যানে গুণমান বিশ্লেষক হিসাবে কাজ করেন।
ছেলের এই ফলে প্রচণ্ড খুশি মিহিরের মা জাহ্নবী কাপসে। তিনি বলেন, ‘‘এ সব কিছু হয়েছে অনেক কষ্ট সহ্য করার পর। ছেলেকে নিয়ে অনেক লড়াই করতে হয়েছে একটা সময়ে। বাইরের সঙ্গেও লড়াইটা কম ছিল না। কারণ, ওকে স্বাভাবিক হিসাবে মানতে চাইতেন না অনেকেই।’’
আরও পড়ুন: অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল ১০ বছরের ছেলে!
আরও পড়ুন: মন্দিরের অনুষ্ঠানে মদের বোতল বিলি, উত্তরপ্রদেশে বিতর্কে বিজেপি বিধায়ক